ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শতভাগ পাস দেখাতে ‘কম নম্বর’ পাওয়াদের বাদ দিলে ব্যবস্থা: এহসানুল কবির প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ সালাহউদ্দিন আহমদের কৃষকের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে বিএনপি: তারেক রহমান রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম: মির্জা ফখরুল অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বৈঠকে বসছে ইসি কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে: তাহের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএওর যেনতেন নির্বাচন দিয়ে ‘সেফ এক্সিট’ নিতে দেওয়া হবে না: সারজিস কেন্দ্রিয় নেতাদের সঙ্গে বাবুলের বৈঠক

একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করতে চায়: সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৮ জন পড়েছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী ও রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। তারা বিভিন্ন ইস্যু তৈরি করে সামনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ‘যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের এদেশের জনগণ চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন এসব কথা বলেন।

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা কেবল একটি উৎসব নয়, এটি অশুভ শক্তি ও অসুরের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশে মানুষ ফ্যাসিবাদ ও অসুর শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। সেই লড়াইয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে, তবে অশুভ শক্তি এখনো পুরোপুরি বিনাশ হয়নি।

তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পাহাড়ি-সমতলের সব নাগরিক মিলে আমরা ঐক্যের রাজনীতি করি। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নেই। বিএনপি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। আমাদের নীতি হলো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

ঢাকেশ্বরী মন্দির কমিটির দাবি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেবোত্তর সম্পত্তি, অর্পিত সম্পত্তি, সংখ্যালঘু কমিশন ও ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ যৌক্তিক দাবি বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে যতদিন দুর্গোৎসব অনুষ্ঠিত হবে, বিএনপির নেতাকর্মীরা এই উৎসবের নিরাপত্তা ও পাহারায় পাশে থাকবে।

বিএনপির এই নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য নানা ষড়যন্ত্র চলছে। তবে চক্রান্তকারীরা অতীতে যেমন সফল হয়নি, ভবিষ্যতেও এসব ষড়যন্ত্র সফল হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দা সবু, বাংলাদেশ পূজা পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর পূজা পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দে, প্রতিষ্ঠাতা সুব্রত চৌধুরী, সাবেক ছাত্রনেতা মীর নেওয়াজ আলী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করতে চায়: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী ও রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। তারা বিভিন্ন ইস্যু তৈরি করে সামনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ‘যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের এদেশের জনগণ চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন এসব কথা বলেন।

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা কেবল একটি উৎসব নয়, এটি অশুভ শক্তি ও অসুরের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশে মানুষ ফ্যাসিবাদ ও অসুর শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। সেই লড়াইয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে, তবে অশুভ শক্তি এখনো পুরোপুরি বিনাশ হয়নি।

তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পাহাড়ি-সমতলের সব নাগরিক মিলে আমরা ঐক্যের রাজনীতি করি। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নেই। বিএনপি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। আমাদের নীতি হলো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

ঢাকেশ্বরী মন্দির কমিটির দাবি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেবোত্তর সম্পত্তি, অর্পিত সম্পত্তি, সংখ্যালঘু কমিশন ও ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ যৌক্তিক দাবি বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে যতদিন দুর্গোৎসব অনুষ্ঠিত হবে, বিএনপির নেতাকর্মীরা এই উৎসবের নিরাপত্তা ও পাহারায় পাশে থাকবে।

বিএনপির এই নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য নানা ষড়যন্ত্র চলছে। তবে চক্রান্তকারীরা অতীতে যেমন সফল হয়নি, ভবিষ্যতেও এসব ষড়যন্ত্র সফল হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দা সবু, বাংলাদেশ পূজা পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর পূজা পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দে, প্রতিষ্ঠাতা সুব্রত চৌধুরী, সাবেক ছাত্রনেতা মীর নেওয়াজ আলী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে।