ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৩ জন পড়েছেন

ইসরাইলকে ২০২৬ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ না করতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাকে ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করার আহ্বান জানায়।

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্কাই নিউজকে জানায়, ‘আমরা অবশ্যই সর্বাত্মকভাবে কাজ করব, যাতে ইসরাইলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সফল না হয়’।

উল্লেখ্য, আসন্ন ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাছাইপর্বে খেলছে ইসরাইল, যা উয়েফার প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ ইসরাইলি ক্রীড়াবিদদের সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারীদের সমর্থন আরও শক্তিশালী হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, স্পেনের এই আহ্বান ক্রীড়া ও কূটনীতির ওপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি হতে পারে, যা ইসরাইলি খেলোয়াড়দের অংশগ্রহণ ও ভবিষ্যত প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে।

তবে যুক্তরাষ্ট্র পক্ষে থাকায় ইসরাইলকে বিশ্বকাপ ফুটবল থেকে বহিষ্কার করা কঠিন হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইসরাইলকে ২০২৬ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ না করতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাকে ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করার আহ্বান জানায়।

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্কাই নিউজকে জানায়, ‘আমরা অবশ্যই সর্বাত্মকভাবে কাজ করব, যাতে ইসরাইলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সফল না হয়’।

উল্লেখ্য, আসন্ন ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাছাইপর্বে খেলছে ইসরাইল, যা উয়েফার প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ ইসরাইলি ক্রীড়াবিদদের সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারীদের সমর্থন আরও শক্তিশালী হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, স্পেনের এই আহ্বান ক্রীড়া ও কূটনীতির ওপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি হতে পারে, যা ইসরাইলি খেলোয়াড়দের অংশগ্রহণ ও ভবিষ্যত প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে।

তবে যুক্তরাষ্ট্র পক্ষে থাকায় ইসরাইলকে বিশ্বকাপ ফুটবল থেকে বহিষ্কার করা কঠিন হবে।