হেমার জন্য ভীষণ খারাপ লাগছে: মমতাজ
- আপডেট সময় : ০৬:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৫ জন পড়েছেন
একসময় বলিউডে অভিনেতা ধর্মেন্দ্র ও অভিনেত্রী মমতাজ জুটি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। ধর্মেন্দ্রের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। শেষবার চোখের দেখা দেখে নেন তিনি। এর কয়েক দিন পরেই অভিনেতার মৃত্যু হয়।
সম্প্রতি কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুতে হেমা মালিনীর প্রতি দুঃখ প্রকাশ করেছিলেন অভিনেত্রী মমতাজ। ২০২১ সালে ধর্মেন্দ্রের সঙ্গে তার বাড়িতে শেষ বার দেখা হয়েছিল অভিনেত্রীর। মমতাজের এখনো মনে রয়েছে সেই সাক্ষাতের কথা।
তিনি বলেন, কী সুন্দর ছিল সেই দিনটি। সেই সময়ে তার প্রথম স্ত্রীর সঙ্গে দেখা হয়। তিনি বলেন, খুব ভালো ব্যবহার করেছিলেন তিনি। আমাদের নাস্তা দেন। যখন হাসপাতালে অভিনেতা ভর্তি ছিলেন, তখনও কী সুন্দর লাগছিল। ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে।
মমতাজ বলেন, ‘হেমার জন্য ভীষণ খারাপ লাগছে। কারণ এই একটিমাত্র পুরুষকেই সারাজীবন ভালোবেসেছে হেমা। তার জীবনে যে শূন্যতা তৈরি হলো, সেটি ভাষায় বোঝানো যাবে না।
























