যাত্রাবাড়ি আবাসিক হোটেল থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৬:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১২ জন পড়েছেন
রাজধানীর যাত্রাবাড়িতে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষ থেকে মাকে উদ্দেশ করে লেখা দুটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
রাকিব শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইদুর রহমান।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ধোলাইপাড় সড়কের আয়েশামনি আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হোটেলের ম্যানেজার জমির উদ্দিন জানান, রাকিব রোববার দুপুরে একা হোটেলে ওঠেন এবং দুই দিনের জন্য রুম ভাড়া নেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চেকআউট করার সময় দরজায় নক করলেও সাড়া মেলেনি। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, রুমে পাওয়া দুটি চিরকুটে রাকিব মাকে উদ্দেশ করে লিখেছেন, মা তুমি আমারে মাফ কইরা দিও। তোমাদের অনেক কষ্ট দিছি আমারে মাফ কইরা দিও। পারলে আমার জন্য দোয়া কইরো, না পারলে বদদোয়া কইরো না।
অপর চিরকুটে লেখা ছিল, আমার লাশটা বাড়িতে পাঠাইয়া দিয়েন আমার মায়ের কাছে। আমার চাচাতো ভাই দ্বীন ইসলামের নাম্বার দিলাম। আমার নাম জহিরুল ইসলাম রাকিব।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী জানান, খবর পেয়ে দরজা ভেঙে ভেতরে যাই। দেখি বিছানার চাদর গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে তরুণের মরদেহ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়। পরে নিহতের স্বজনরা লাশ গ্রহণ করেন।