ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্টারলিংকের ইন্টারনেট সেবায় বিভ্রাট

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৬ জন পড়েছেন
ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক সোমবারের সংক্ষিপ্ত বিভ্রাটের পর অধিকাংশ ব্যবহারকারীর জন্য আবার সচল হয়েছে বলে জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম।

ডাউনডিটেক্টর জানিয়েছে, মার্কিন সময়ে সোমবার রাত ১টা ১৫ মিনিটে সমস্যার রিপোর্ট করা ব্যবহারকারীর সংখ্যা এক হাজারের নিচে নেমে আসে, যা সর্বোচ্চ সময়ে ছিল ৪৩ হাজারেরও বেশি। এই ওয়েবসাইট বিভিন্ন উৎস থেকে স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে বিভ্রাটের তথ্য দেয়।

স্টারলিংকের ওয়েবসাইট সোমবারের শুরুর দিকে এ বিভ্রাটের কথা স্বীকার করে জানায়, ‘স্টারলিংক বর্তমানে সেবা বিভ্রাটের মধ্যে আছে।

আমাদের দল তদন্ত করছে।’ পরে এই বার্তাটি সরিয়ে ফেলা হয়।ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রভদি জানান, স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিট থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পুরো ফ্রন্টলাইনে স্টারলিংক সেবা বন্ধ হয়ে যায়। তিনি টেলিগ্রামে লেখেন, ‘স্পেসএক্সের আরেকটি বৈশ্বিক বিভ্রাট’, তবে আধা ঘণ্টার মধ্যেই সেবা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে।

ইউক্রেনের বাহিনী যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন পরিচালনার জন্য স্টারলিংকের টার্মিনালের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কর্মকর্তাদের মতে, বর্তমানে ইউক্রেনে ৫০ হাজারেরও বেশি টার্মিনাল সচল রয়েছে।

ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক, নিম্ন-কক্ষপথের স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে এবং এটি দুর্গম এলাকা ও সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

স্পেসএক্স এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য জানায় নি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্টারলিংকের ইন্টারনেট সেবায় বিভ্রাট

আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক সোমবারের সংক্ষিপ্ত বিভ্রাটের পর অধিকাংশ ব্যবহারকারীর জন্য আবার সচল হয়েছে বলে জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম।

ডাউনডিটেক্টর জানিয়েছে, মার্কিন সময়ে সোমবার রাত ১টা ১৫ মিনিটে সমস্যার রিপোর্ট করা ব্যবহারকারীর সংখ্যা এক হাজারের নিচে নেমে আসে, যা সর্বোচ্চ সময়ে ছিল ৪৩ হাজারেরও বেশি। এই ওয়েবসাইট বিভিন্ন উৎস থেকে স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে বিভ্রাটের তথ্য দেয়।

স্টারলিংকের ওয়েবসাইট সোমবারের শুরুর দিকে এ বিভ্রাটের কথা স্বীকার করে জানায়, ‘স্টারলিংক বর্তমানে সেবা বিভ্রাটের মধ্যে আছে।

আমাদের দল তদন্ত করছে।’ পরে এই বার্তাটি সরিয়ে ফেলা হয়।ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রভদি জানান, স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিট থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পুরো ফ্রন্টলাইনে স্টারলিংক সেবা বন্ধ হয়ে যায়। তিনি টেলিগ্রামে লেখেন, ‘স্পেসএক্সের আরেকটি বৈশ্বিক বিভ্রাট’, তবে আধা ঘণ্টার মধ্যেই সেবা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে।

ইউক্রেনের বাহিনী যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন পরিচালনার জন্য স্টারলিংকের টার্মিনালের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কর্মকর্তাদের মতে, বর্তমানে ইউক্রেনে ৫০ হাজারেরও বেশি টার্মিনাল সচল রয়েছে।

ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক, নিম্ন-কক্ষপথের স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে এবং এটি দুর্গম এলাকা ও সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

স্পেসএক্স এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য জানায় নি।