শেখ হাসিনার ব্যাংক লকার জব্দ

- আপডেট সময় : ০৪:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৯ জন পড়েছেন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা এ লকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। যার নম্বর নং-১২৮। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। লকারের বিস্তারিত পরে জানানো হবে।
জানা গেছে, ক্ষমতায় থাকা অবস্থায় দুইবার শেখ হাসিনা নিজে উপস্থিত হয়ে মতিঝিলের পূবালী ব্যাংক শাখার ওই লকার খোলেন। ৫ আগস্ট সরকার পতন হলে শেখ হাসিনা, তার পরিবার ও তার সরকারের মন্ত্রীদের এ সম্পর্কিত তথ্য জানতে চেয়ে চিঠি দিলেও ব্যাংকটি থেকে কোনো সাড়া মেলেনি। অবশেষে লকারটি জব্দ করা হলো।
এনবিআরের অন্য একটি সূত্র জানিয়েছে, পূবালী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব রয়েছে। ওই দুটি হিসাবে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। দুই হিসাবের মধ্য একটিতে ১২ লাখ টাকা এফডিআর আছে। অন্যটিতে আছে ৪৪ লাখ টাকা। এসব হিসাবও জব্দ করা হয়েছে।