ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগের ঝটিকা মিছিল, যে নির্দেশনা দিল সরকার দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: ব্যবস্থা নিতে নির্দেশ সরকারের পল্লী বিদ্যুতের আন্দোলনে দেশবিরোধী শক্তির ইন্ধন দেখছেন প্রেসসচিব কিভাবে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেবে জাপান ‘আ.লীগের কোনো নেতা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, তারা কলকাতায় আরাম-আয়েশে ছিল’ হাটহাজারী মাদরাসায় হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি দেশের এমন বেহাল অবস্থা পৃথিবীর কোথাও নেই ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কোনো শক্তিই ঠেকাতে পারবে না : শফিকুল আলম আমাদের কাছে সংখ্যালঘু বলতে কিছু নেই : মাসুদ সাঈদী

ফতুল্লায় বিএনপি নেতা শাহ্ আলমের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শত শত মানুষের ভিড়

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪২ জন পড়েছেন

0-0x0-1-0-{}-0-0#

 

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়নে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প। স্থানীয় বিএনপি নেতা শাহ্ আলমের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার, ৬ সেপ্টেম্বর, এনায়েতনগরের শিশমহল এলাকার ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প। সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে ফতুল্লা ও আশপাশের এলাকা থেকে নানা বয়সী নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা যায়। দিনভর ছিল উপচে পড়া জনস্রোত।
এই মেডিক্যাল ক্যাম্পে নানা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের জন্য সরবরাহ করা হয় প্রয়োজনীয় প্রাথমিক ওষুধপত্রও। আয়োজকরা জানান, সাধারণত নিম্নআয়ের মানুষ চিকিৎসার খরচ বহন করতে না পারায় অনেক সময় উপযুক্ত চিকিৎসা পায় না। সেই চাহিদা পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের মধ্যে অনেকেই জানায়, তারা অনেক দিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে ভালো চিকিৎসা নিতে পারছিলেন না।
এনায়েতনগর ইউনিয়নের চটলার মাঠ এলাকা থেকে আসা কালাম মিয়া বলেন,
“আমি অনেক দিন ধরে গ্যাস্ট্রিক ও শ্বাসকষ্টে ভুগছি। কিন্তু টাকার অভাবে ভালো কোনো হাসপাতালে যেতে পারি নাই। আজকে এখানে এসে ফ্রি-তে ডাক্তার দেখাইছি, ওষুধও পাইছি। আল্লাহ শাহ্ আলম সাহেবকে নেক হায়াত দান করুক।”
একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে অন্যান্য রোগীদের কাছ থেকেও। অনেকে জানান, এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে তারা উপকৃত হবেন।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকা আয়োজক দল জানায়, শাহ্ আলম সবসময় চেষ্টা করেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। তার আগ্রহ থেকেই এই ক্যাম্পের আয়োজন করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো হবে বলেও জানান তারা।
স্থানীয় বাসিন্দা ও ইউনাইটেড ক্লাবের এক সদস্য বলেন, এনায়েতনগরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এমন মানবিক উদ্যোগ খুবই প্রয়োজন। আজকের আয়োজন অত্যন্ত সফল হয়েছে। আমরা চাই প্রতি মাসে এমন একটি ক্যাম্প হোক।”
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, রাজনীতি ও দলমতের ঊর্ধ্বে উঠে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন স্থানীরা।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফতুল্লায় বিএনপি নেতা শাহ্ আলমের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শত শত মানুষের ভিড়

আপডেট সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

 

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়নে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প। স্থানীয় বিএনপি নেতা শাহ্ আলমের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার, ৬ সেপ্টেম্বর, এনায়েতনগরের শিশমহল এলাকার ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প। সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে ফতুল্লা ও আশপাশের এলাকা থেকে নানা বয়সী নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা যায়। দিনভর ছিল উপচে পড়া জনস্রোত।
এই মেডিক্যাল ক্যাম্পে নানা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের জন্য সরবরাহ করা হয় প্রয়োজনীয় প্রাথমিক ওষুধপত্রও। আয়োজকরা জানান, সাধারণত নিম্নআয়ের মানুষ চিকিৎসার খরচ বহন করতে না পারায় অনেক সময় উপযুক্ত চিকিৎসা পায় না। সেই চাহিদা পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের মধ্যে অনেকেই জানায়, তারা অনেক দিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে ভালো চিকিৎসা নিতে পারছিলেন না।
এনায়েতনগর ইউনিয়নের চটলার মাঠ এলাকা থেকে আসা কালাম মিয়া বলেন,
“আমি অনেক দিন ধরে গ্যাস্ট্রিক ও শ্বাসকষ্টে ভুগছি। কিন্তু টাকার অভাবে ভালো কোনো হাসপাতালে যেতে পারি নাই। আজকে এখানে এসে ফ্রি-তে ডাক্তার দেখাইছি, ওষুধও পাইছি। আল্লাহ শাহ্ আলম সাহেবকে নেক হায়াত দান করুক।”
একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে অন্যান্য রোগীদের কাছ থেকেও। অনেকে জানান, এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে তারা উপকৃত হবেন।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকা আয়োজক দল জানায়, শাহ্ আলম সবসময় চেষ্টা করেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। তার আগ্রহ থেকেই এই ক্যাম্পের আয়োজন করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো হবে বলেও জানান তারা।
স্থানীয় বাসিন্দা ও ইউনাইটেড ক্লাবের এক সদস্য বলেন, এনায়েতনগরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এমন মানবিক উদ্যোগ খুবই প্রয়োজন। আজকের আয়োজন অত্যন্ত সফল হয়েছে। আমরা চাই প্রতি মাসে এমন একটি ক্যাম্প হোক।”
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, রাজনীতি ও দলমতের ঊর্ধ্বে উঠে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন স্থানীরা।