ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৫ পদে ২৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ১৬ জন পড়েছেন
হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ রবিবার (২৪ আগস্ট) ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এতে ৫টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জন করে এবং সাংগঠনিক সম্পাদক পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নেতাকর্মীরাও উৎফুল্ল। আশা করছি, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল সম্পন্ন করা সম্ভব হবে।

আরো পড়ুন

কমলনগর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা

সভাপতি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, ‘বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল।

বিএনপি যেমন রাষ্ট্রীয় ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন চায়, তেমনি নিজের দলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন চায়। এ ধারাবাহিকতায়ই আমরা আগামী ৬ সেপ্টেম্বর কাউন্সিল আয়োজন করেছি।’গউছ বলেন, ‘বিগত ১৬ বছর আমরা বারবার কাউন্সিলের উদ্যোগ নিয়েছি। কিন্তু তৎকালীন হাসিনা সরকারের বাধা এবং প্রশাসনের বাধার কারণে তা করা সম্ভব হয়নি।

এবার হাসিনামুক্ত বাংলাদেশে আমরা কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করব, ইনশাআল্লাহ্।’সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম বলেন, ‘আমরা সব সময়ই গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের দলও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অন্য কোনো প্রক্রিয়াকে সমর্থন করে না। এবার জেলা বিএনপির কাউন্সিল হচ্ছে সাড়ে ১৬ বছর পর। এটি আমাদের বহুল প্রত্যাশিত কাউন্সিল।

আমরা চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই নেতৃত্ব নির্বাচিত হবে।’
ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

৫ পদে ২৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

আপডেট সময় : ০৬:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ রবিবার (২৪ আগস্ট) ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এতে ৫টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জন করে এবং সাংগঠনিক সম্পাদক পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নেতাকর্মীরাও উৎফুল্ল। আশা করছি, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল সম্পন্ন করা সম্ভব হবে।

আরো পড়ুন

কমলনগর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা

সভাপতি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, ‘বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল।

বিএনপি যেমন রাষ্ট্রীয় ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন চায়, তেমনি নিজের দলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন চায়। এ ধারাবাহিকতায়ই আমরা আগামী ৬ সেপ্টেম্বর কাউন্সিল আয়োজন করেছি।’গউছ বলেন, ‘বিগত ১৬ বছর আমরা বারবার কাউন্সিলের উদ্যোগ নিয়েছি। কিন্তু তৎকালীন হাসিনা সরকারের বাধা এবং প্রশাসনের বাধার কারণে তা করা সম্ভব হয়নি।

এবার হাসিনামুক্ত বাংলাদেশে আমরা কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করব, ইনশাআল্লাহ্।’সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম বলেন, ‘আমরা সব সময়ই গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের দলও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অন্য কোনো প্রক্রিয়াকে সমর্থন করে না। এবার জেলা বিএনপির কাউন্সিল হচ্ছে সাড়ে ১৬ বছর পর। এটি আমাদের বহুল প্রত্যাশিত কাউন্সিল।

আমরা চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই নেতৃত্ব নির্বাচিত হবে।’