ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, দুজন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৩৪ জন পড়েছেন

চট্টগ্রাম: ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে কিশোর মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) পিটিয়ে হত্যা ও দুইজনকে মারধরের ঘটনায় মামলা করেছেন নিহত কিশোরের মা খাদিজা বেগম।

শুক্রবার (২২ আগস্ট) রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭ জনকে আসামি করে তিনি এ মামলা দায়ের করেন।

নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে।

পুলিশ অভিযান চালিয়ে নোমান (২২) ও আজাদ (২৩) নামের  দুইজনকে গ্রেপ্তার করেছে।

তারা কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। অন্য আসামিরা হলেন- নাজিম উদ্দিন, তৈয়ব ও মহিউদ্দিন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় মাহিনসহ তিন কিশোর অবস্থান করছিল। এসময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর এনে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই কিশোরদের পেটানো হয়। গ্রেপ্তার দুজনকে শনিবার (২৩ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, দুজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম: ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে কিশোর মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) পিটিয়ে হত্যা ও দুইজনকে মারধরের ঘটনায় মামলা করেছেন নিহত কিশোরের মা খাদিজা বেগম।

শুক্রবার (২২ আগস্ট) রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭ জনকে আসামি করে তিনি এ মামলা দায়ের করেন।

নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে।

পুলিশ অভিযান চালিয়ে নোমান (২২) ও আজাদ (২৩) নামের  দুইজনকে গ্রেপ্তার করেছে।

তারা কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। অন্য আসামিরা হলেন- নাজিম উদ্দিন, তৈয়ব ও মহিউদ্দিন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় মাহিনসহ তিন কিশোর অবস্থান করছিল। এসময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর এনে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই কিশোরদের পেটানো হয়। গ্রেপ্তার দুজনকে শনিবার (২৩ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।