ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগর বিএনপির কমিটি বাতিলের ‘গুজব’, যা বললেন ভারপ্রাপ্ত সভাপতি

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৩০ জন পড়েছেন

সিলেট: মহানগর বিএনপি এবং এর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণার  একটি বিজ্ঞপ্তি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রটিতে বলা হয়েছে-‘সিলেট মহানগর বিএনপি এবং মহানগরীর আওতাধীন সব থানা কমিটি বিলুপ্ত করা হলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ’

শনিবার (২৩ আগস্ট) এমন একটি চিঠি সামাজিকমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও এ চিঠি সংরক্ষণ করেছে। কিন্তু এ ধরনের কোনো চিঠি মহানগর বিএনপি পায়নি। এটি কল্পনাপ্রসূত, অবাস্তব এবং হওয়ার নয়, বলেও দাবি করেছে নগর বিএনপি।

এ বিষয়ে জানতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বাংলানিউজকে বলেন, অদৃশ্য একটি শক্তি সিলেট বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করছে। ওই শক্তিকে ধ্বংস করতে আমরা সবার সহযোগিতা চাই। যে শক্তিটি বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার চালিয়েছে। সেটি ভার্চুয়ালি আরও দ্রুত ছড়িয়েছে।

তিনি বলেন, অপপ্রচার দ্রুত গতিতে প্রচারিত হয়, সত্যটা সেই গতিতে প্রচারিত হয় না। এ অপশক্তির পেছনে যে বা যারা সম্পৃক্ত, তারা বাস্তবিক অর্থে সমাজ ও দেশ ও নতুন প্রজন্মের ক্ষতি করছেন। নতুন প্রজন্মের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে।

তবে এ শক্তি দলের ভেতরে কী বাইরে-নিশ্চিত নয় তিনি। হতে পারে দলের ভেতরে বা বাইরে। সরকারের বিভিন্ন উইং আছে সেটা তদন্ত করে বের করুক। আমার বিরুদ্ধে সত্যতা প্রমাণ দিতে পারলে মাথা পেতে নেবো। আর প্রমাণ করতে না পারলে ডেমেজ রিপেয়ারিং কীভাবে হবে, তা আমি জানতে চাই।

তিনি চিঠির বিষয়ে আরও বলেন,  এটা কে বা কারা তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে। এটার কোনো ভিত্তি নেই।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেট নগর বিএনপির কমিটি বাতিলের ‘গুজব’, যা বললেন ভারপ্রাপ্ত সভাপতি

আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

সিলেট: মহানগর বিএনপি এবং এর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণার  একটি বিজ্ঞপ্তি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রটিতে বলা হয়েছে-‘সিলেট মহানগর বিএনপি এবং মহানগরীর আওতাধীন সব থানা কমিটি বিলুপ্ত করা হলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ’

শনিবার (২৩ আগস্ট) এমন একটি চিঠি সামাজিকমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও এ চিঠি সংরক্ষণ করেছে। কিন্তু এ ধরনের কোনো চিঠি মহানগর বিএনপি পায়নি। এটি কল্পনাপ্রসূত, অবাস্তব এবং হওয়ার নয়, বলেও দাবি করেছে নগর বিএনপি।

এ বিষয়ে জানতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বাংলানিউজকে বলেন, অদৃশ্য একটি শক্তি সিলেট বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করছে। ওই শক্তিকে ধ্বংস করতে আমরা সবার সহযোগিতা চাই। যে শক্তিটি বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার চালিয়েছে। সেটি ভার্চুয়ালি আরও দ্রুত ছড়িয়েছে।

তিনি বলেন, অপপ্রচার দ্রুত গতিতে প্রচারিত হয়, সত্যটা সেই গতিতে প্রচারিত হয় না। এ অপশক্তির পেছনে যে বা যারা সম্পৃক্ত, তারা বাস্তবিক অর্থে সমাজ ও দেশ ও নতুন প্রজন্মের ক্ষতি করছেন। নতুন প্রজন্মের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে।

তবে এ শক্তি দলের ভেতরে কী বাইরে-নিশ্চিত নয় তিনি। হতে পারে দলের ভেতরে বা বাইরে। সরকারের বিভিন্ন উইং আছে সেটা তদন্ত করে বের করুক। আমার বিরুদ্ধে সত্যতা প্রমাণ দিতে পারলে মাথা পেতে নেবো। আর প্রমাণ করতে না পারলে ডেমেজ রিপেয়ারিং কীভাবে হবে, তা আমি জানতে চাই।

তিনি চিঠির বিষয়ে আরও বলেন,  এটা কে বা কারা তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে। এটার কোনো ভিত্তি নেই।