ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আইনজীবী সমিতির নির্বাচনে কোন ষড়যন্ত্র করা হলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে : টিপু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া পূর্বের ন্যায় ৫০ টাকা বহাল থাকবে : ডিসি টিসিবির পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় নিহত ১ ঢাকায় ইউরোপের ভিসা সেন্টার খোলার অনুরোধে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি সাগর-রুনির সন্তানের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল ওএসডি ২৯ কোটি টাকার হিসাব কীভাবে পরিচালনা করেছে, জানাল জামায়াত নারায়ণগঞ্জ বার নির্বাচন: জামায়াতপন্থী আইনজীবী প্যানেলের গণসংযোগ নথি সরিয়ে করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত জুলাই গণহত্যা: জাতিসংঘের প্রতিবেদন ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার নির্দেশ

‎আইনজীবী সমিতির নির্বাচনে কোন ষড়যন্ত্র করা হলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে : টিপু

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০২:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ১৮ জন পড়েছেন


আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করা হলে ব্যালটের মাধ্যমে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

‎বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘হুমায়ন-আনোয়ার’ প্যানেলের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি এই প্যানেলকে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্যানেল’ হিসেবে আখ্যায়িত করেন।

‎এড. টিপু বলেন, “এই নির্বাচনে আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ। আমাদের মনোনীত এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং এডভোকেট আনোয়ার প্রধানের প্যানেলকে বিজয়ী করতে আমরা মাঠে নেমেছি।”

‎তিনি আরও বলেন, “এই প্যানেল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্যানেল, জননেতা তারেক রহমানের প্যানেল। এটি বাংলাদেশের ২০ কোটি মানুষের প্যানেল।”

‎নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে উল্লেখ করে টিপু বলেন, “আইনজীবীদের নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, কোনো চক্রান্ত করা হয়, তবে আগামী ২৮ তারিখে ব্যালটের মাধ্যমে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।”

‎যারা হুমায়ন-আনোয়ার প্যানেলের বিরোধিতা করছেন, তাদের ‘দালাল’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “যারা এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবেন, তারা দালাল হিসেবে চিহ্নিত হবেন; সেটা আদালত প্রাঙ্গণে হোক বা এর বাইরে হোক।”

‎তিনি অভিযোগ করেন, একটি মহল ফ্যাসিবাদী শক্তিকে আবার ফিরিয়ে আনার জন্য হুমায়ন-আনোয়ার প্যানেলের বিরুদ্ধে চক্রান্ত করছে। তবে সব চক্রান্ত মোকাবেলা করে ২৮ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎এই নির্বাচনী বিজয়কে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়া হবে উল্লেখ করে তিনি সকল আইনজীবীকে ২৮ আগস্ট হুমায়ন-আনোয়ার প্যানেলের ১৭ জন প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎আইনজীবী সমিতির নির্বাচনে কোন ষড়যন্ত্র করা হলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে : টিপু

আপডেট সময় : ০২:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫


আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করা হলে ব্যালটের মাধ্যমে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

‎বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘হুমায়ন-আনোয়ার’ প্যানেলের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি এই প্যানেলকে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্যানেল’ হিসেবে আখ্যায়িত করেন।

‎এড. টিপু বলেন, “এই নির্বাচনে আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ। আমাদের মনোনীত এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং এডভোকেট আনোয়ার প্রধানের প্যানেলকে বিজয়ী করতে আমরা মাঠে নেমেছি।”

‎তিনি আরও বলেন, “এই প্যানেল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্যানেল, জননেতা তারেক রহমানের প্যানেল। এটি বাংলাদেশের ২০ কোটি মানুষের প্যানেল।”

‎নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে উল্লেখ করে টিপু বলেন, “আইনজীবীদের নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, কোনো চক্রান্ত করা হয়, তবে আগামী ২৮ তারিখে ব্যালটের মাধ্যমে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।”

‎যারা হুমায়ন-আনোয়ার প্যানেলের বিরোধিতা করছেন, তাদের ‘দালাল’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “যারা এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবেন, তারা দালাল হিসেবে চিহ্নিত হবেন; সেটা আদালত প্রাঙ্গণে হোক বা এর বাইরে হোক।”

‎তিনি অভিযোগ করেন, একটি মহল ফ্যাসিবাদী শক্তিকে আবার ফিরিয়ে আনার জন্য হুমায়ন-আনোয়ার প্যানেলের বিরুদ্ধে চক্রান্ত করছে। তবে সব চক্রান্ত মোকাবেলা করে ২৮ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎এই নির্বাচনী বিজয়কে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়া হবে উল্লেখ করে তিনি সকল আইনজীবীকে ২৮ আগস্ট হুমায়ন-আনোয়ার প্যানেলের ১৭ জন প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।