কে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনঘিরে প্রচারণায় নেমেছে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালত প্রাঙ্গণে প্যানেলের প্রার্থীরা গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। গণসংযোগকালে তারা লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট এ হাফিজ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট গোলাম সারোয়ার এবং ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেনসহ অন্যান্য প্রার্থীরা।