ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া

সোজাসাপটা রিপোর্ট :
  • আপডেট সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৫৯ জন পড়েছেন

বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামী ৫মে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে দুই পুত্রবধূ (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান) থাকবেন। তাদের অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। দেশে ফেরার পর বিএনপি প্রধানের নিরাপত্তার বিষয়টি ঘিরে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে আইন-শৃংঙ্খলা বাহিনী।

শনিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে আনার জন্য কাতার সরকারের সঙ্গে তাদের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। কয়েকদফা আলোচনা শেষে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ফিরছেন। ইতোমধ্যে বিমানটি লন্ডনে পাঠানো হয়েছে।

আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসা শেষে কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন। এ লক্ষ্যে দলটির মহাসচিবের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তিনি বলেন, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার দু’ধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন। এসময় নেতাকর্মীরা একহাতে দলীয় পতাকা আরেক হাতে তাকে অভ্যর্থনা জানাবেন।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এড্রেস লিখুন :

কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামী ৫মে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে দুই পুত্রবধূ (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান) থাকবেন। তাদের অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। দেশে ফেরার পর বিএনপি প্রধানের নিরাপত্তার বিষয়টি ঘিরে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে আইন-শৃংঙ্খলা বাহিনী।

শনিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে আনার জন্য কাতার সরকারের সঙ্গে তাদের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। কয়েকদফা আলোচনা শেষে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ফিরছেন। ইতোমধ্যে বিমানটি লন্ডনে পাঠানো হয়েছে।

আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসা শেষে কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন। এ লক্ষ্যে দলটির মহাসচিবের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তিনি বলেন, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার দু’ধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন। এসময় নেতাকর্মীরা একহাতে দলীয় পতাকা আরেক হাতে তাকে অভ্যর্থনা জানাবেন।