সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিবের বহিষ্কার আদেশ প্রত্যাহার দাবি

- আপডেট সময় : ০৪:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ১৩ জন পড়েছেন
পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গণমিছিল হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা তাঁতিবন্দ ইউনিয়নের পুরাদহ বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই গণমিছিল বের হয়।
গণমিছিলে এলাকার নারী পুরুষ ও দলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার এলাকায় মহাসড়কে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ৯ জুলাই সুজানগর পৌর শাখার বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খানের সন্ত্রাসী বাহিনী দিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ একাধিক নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের আহত করেন। গুরুতর আহত অবস্থায় আব্দুর রউফসহ তার সমর্থকরা হাসপাতালে ভর্তি হন। তৃণমূলের ত্যাগী পরীক্ষিত এই নেতা দুইবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
বিগত সরকারের সময় হামলা মামলার শিকার হয়েছেন। তারপরেও কেন্দ্র থেকে বিএনপির ত্যাগী নেতা রউফকে দোষারোপ করে কোনো তদন্ত ছাড়াই বহিষ্কার করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্য চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে রউফ শেখসহ সব নেতাকর্মীর বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করার দাবি জানান কর্মীরা। সেইসঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।