ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ওয়ার্ড বিএনপির সেক্রেটারী আব্দুল্লাহ’র ফিটিংবাজি, মোবাইল ছিনতাই

ওয়ার্ড বিএনপির সেক্রেটারী আব্দুল্লাহ’র ফিটিংবাজি, মোবাইল ছিনতাই

সোজাসাপটা রিপোর্ট :
  • আপডেট সময় : ০৭:৫৩:০২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৪৮ জন পড়েছেন

বিএনপির নাম ভাঙ্গিয়ে একের পর এক অপকর্ম করে চলেছে ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ। ওয়ার্ডের গাবতলী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম, মাদক ব্যবসায়ীদের শেল্টার দেয়াসহ অপরাধের রামরাজত্ব গড়ে তুলেছেন বিএনপির নাম বিক্রি করে চলা এই নেতা।

 

সম্প্রতি, নিজ বাড়ির ভাড়াটিয়া নারীকে মিথ্যা অপবাদ দিয়ে তার কাছে থেকে ফিটিংবাজি করেছে ওয়ার্ড বিএনপির এই সম্পাদক। তার এমন কান্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে জানায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

 

জানা গেছে, আব্দুল্লাহর বাড়িতে ভাড়া থাকা এক দম্পতির স্বামী ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান। গ্রামের বাড়িতে যাওয়ার পর তার সাথে দীর্ঘসময় যোগাযোগ না হওয়ায় ঐ নারী তার খালাতো ভাইকে জানায়, আমার কাছে মোবাইল নেয়, তোর কাছে তো দুইটা মোবাইল, একটা মোবাইল আমাকে দিয়ে যা, তোর দুলাভাইয়ের সাথে কথা বলবো।

 

এই কথা শুনে ঐ নারীর খালাতো ভাই মোবাইল দিতে আসলে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে আটকে রেখে বেদম মারধর করে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়, বিএনপি নামধারী সন্ত্রাসী আব্দুল্লাহ ও তার সাঙ্গপাঙ্গরা।

 

আব্দুল্লাহর মারধরে ঐ নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হলেও তার খালাতো ভাই গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকায় একটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে এই ঘটনা এলাকায় জানাজানি হলে আত্মগোপনে চলে যায় আব্দুল্লাহ এবং তার দলবল দিয়ে ঐ নারী এবং তার স্বামী ও খালাতো ভাইকে হুমকি দিতে থাকে।

 

এক পর্যায়ে এলাকার মুরুব্বীদের কাছে বিচার দেয় ঐ নারী এবং তার স্বামী। যার প্রেক্ষিতে গতকাল শনিবার গাবতলী সোসাইটিতে এই বিচারের স্থান ঘোষণা করে স্থানীয় মুরুব্বীরা।

 

পরবর্তীতে স্থানীয় মুরুব্বীদের ফোন করে আব্দুল্লাহ জানায়, ভাই যে কাজ করেছি, আমার মান সম্মানের বিষয়, সোসাইটিতে বিচারটি না করে আমার বাড়িতে করেন ঐ মেয়ে এবং তার স্বামীও রাজী। আপনারা যে রায় দিবেন তাই আমি মাথা পেতে মেনে নিবো।

 

আব্দুল্লাহর অনুরোধের প্রেক্ষিতে স্থানীয় মুরুব্বীরা গতকাল শনিবার (১২ এপ্রিল) বিকেলে আব্দুল্লাহর বাড়িতে বসে স্থানীয়ভাবে বিষয়টির সাময়িক সুরাহার চেষ্টা করেন। এসময় ফিটিংবাজির অপরাধে আব্দুল্লাহকে এবং তার বাড়ির পাশ্ববর্তী এক লেপ তোষকের দোকানদারকে আর্থিক জরিমানা করেন।

 

একইসাথে, হাসপাতালে চিকিৎসাধীন থাকা ঐ যুবকের অবস্থার অবনতি হলে এই ঘটনায় ঐ যুবক বা তার পরিবারের পক্ষ থেকে মামলা করা যাবে বলেও রায় দেন স্থানীয় মুরুব্বীগন।

 

এ বিষয়ে ফিটিংবাজি কান্ডে অভিযুক্ত আব্দুল্লাহকে ফোন করা হলে তিনি প্রথমে বলেন, এটা তেমন বড় কোনো বিষয় না, ছোট বিষয়। স্থানীয় বড় ভাইরা বিষয়টির বিচার করে দিয়েছেন। আপনে আইসেন, আপনের সাথে দেখা হলে কথা বলবো, এই বলে তড়িঘরি করে ফোন কেটে দেন আব্দুল্লাহ।

এদিকে, এই বিষয়ে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট এস এম মাহমুদুল হক আলমগীর বলেন, আজ আমাদের মিটিং ছিলো, তাই বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার কাছ থেকেই শুনলাম। বিচারপ্রার্থীরা বিচার দিলে তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে অবশ্যই আব্দুল্লাহর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এড্রেস লিখুন :

ওয়ার্ড বিএনপির সেক্রেটারী আব্দুল্লাহ’র ফিটিংবাজি, মোবাইল ছিনতাই

ওয়ার্ড বিএনপির সেক্রেটারী আব্দুল্লাহ’র ফিটিংবাজি, মোবাইল ছিনতাই

আপডেট সময় : ০৭:৫৩:০২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

বিএনপির নাম ভাঙ্গিয়ে একের পর এক অপকর্ম করে চলেছে ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ। ওয়ার্ডের গাবতলী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম, মাদক ব্যবসায়ীদের শেল্টার দেয়াসহ অপরাধের রামরাজত্ব গড়ে তুলেছেন বিএনপির নাম বিক্রি করে চলা এই নেতা।

 

সম্প্রতি, নিজ বাড়ির ভাড়াটিয়া নারীকে মিথ্যা অপবাদ দিয়ে তার কাছে থেকে ফিটিংবাজি করেছে ওয়ার্ড বিএনপির এই সম্পাদক। তার এমন কান্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে জানায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

 

জানা গেছে, আব্দুল্লাহর বাড়িতে ভাড়া থাকা এক দম্পতির স্বামী ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান। গ্রামের বাড়িতে যাওয়ার পর তার সাথে দীর্ঘসময় যোগাযোগ না হওয়ায় ঐ নারী তার খালাতো ভাইকে জানায়, আমার কাছে মোবাইল নেয়, তোর কাছে তো দুইটা মোবাইল, একটা মোবাইল আমাকে দিয়ে যা, তোর দুলাভাইয়ের সাথে কথা বলবো।

 

এই কথা শুনে ঐ নারীর খালাতো ভাই মোবাইল দিতে আসলে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে আটকে রেখে বেদম মারধর করে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়, বিএনপি নামধারী সন্ত্রাসী আব্দুল্লাহ ও তার সাঙ্গপাঙ্গরা।

 

আব্দুল্লাহর মারধরে ঐ নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হলেও তার খালাতো ভাই গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকায় একটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে এই ঘটনা এলাকায় জানাজানি হলে আত্মগোপনে চলে যায় আব্দুল্লাহ এবং তার দলবল দিয়ে ঐ নারী এবং তার স্বামী ও খালাতো ভাইকে হুমকি দিতে থাকে।

 

এক পর্যায়ে এলাকার মুরুব্বীদের কাছে বিচার দেয় ঐ নারী এবং তার স্বামী। যার প্রেক্ষিতে গতকাল শনিবার গাবতলী সোসাইটিতে এই বিচারের স্থান ঘোষণা করে স্থানীয় মুরুব্বীরা।

 

পরবর্তীতে স্থানীয় মুরুব্বীদের ফোন করে আব্দুল্লাহ জানায়, ভাই যে কাজ করেছি, আমার মান সম্মানের বিষয়, সোসাইটিতে বিচারটি না করে আমার বাড়িতে করেন ঐ মেয়ে এবং তার স্বামীও রাজী। আপনারা যে রায় দিবেন তাই আমি মাথা পেতে মেনে নিবো।

 

আব্দুল্লাহর অনুরোধের প্রেক্ষিতে স্থানীয় মুরুব্বীরা গতকাল শনিবার (১২ এপ্রিল) বিকেলে আব্দুল্লাহর বাড়িতে বসে স্থানীয়ভাবে বিষয়টির সাময়িক সুরাহার চেষ্টা করেন। এসময় ফিটিংবাজির অপরাধে আব্দুল্লাহকে এবং তার বাড়ির পাশ্ববর্তী এক লেপ তোষকের দোকানদারকে আর্থিক জরিমানা করেন।

 

একইসাথে, হাসপাতালে চিকিৎসাধীন থাকা ঐ যুবকের অবস্থার অবনতি হলে এই ঘটনায় ঐ যুবক বা তার পরিবারের পক্ষ থেকে মামলা করা যাবে বলেও রায় দেন স্থানীয় মুরুব্বীগন।

 

এ বিষয়ে ফিটিংবাজি কান্ডে অভিযুক্ত আব্দুল্লাহকে ফোন করা হলে তিনি প্রথমে বলেন, এটা তেমন বড় কোনো বিষয় না, ছোট বিষয়। স্থানীয় বড় ভাইরা বিষয়টির বিচার করে দিয়েছেন। আপনে আইসেন, আপনের সাথে দেখা হলে কথা বলবো, এই বলে তড়িঘরি করে ফোন কেটে দেন আব্দুল্লাহ।

এদিকে, এই বিষয়ে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট এস এম মাহমুদুল হক আলমগীর বলেন, আজ আমাদের মিটিং ছিলো, তাই বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার কাছ থেকেই শুনলাম। বিচারপ্রার্থীরা বিচার দিলে তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে অবশ্যই আব্দুল্লাহর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।