ফতুল্লায় আওয়ামী ও বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ
ফতুল্লায় আওয়ামী ও বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ

- আপডেট সময় : ০৪:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৭৫ জন পড়েছেন
সোজাসাপটা রিপোর্ট
ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে রহিম নামের এক বিএনপি কর্মী গুরুতর আহয় হয়েছে। রবিবার ২০ শে জুলাই আনুমানিক রাত ১০:৩০ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানা যায়। খোঁজ নিয়ে জানা যায়,আব্দুর রহিম ও হামলাকারীরা ফতুল্লার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
আহত আব্দুল রহিমের সাথে কথা বলে জানাযায়, তিনি বিএনপি করায় তার উপর এমন নির্মম হামলা চালানো হয়। হামলা চালানোর আগে দলবল বেধে জয় বাংলা স্লোগান দিয়ে তার ওপর অমানবিক নির্যাতন করা হয়। কারা এই হামলা করলো জানতে চাইলে উত্তরে রহিম বলেন, আজমেরী ওসমানের এক সময়ের ঘনিষ্ঠ সহচর উজ্জ্বল ওরফে গ্যাংস্টার উজ্জ্বল ও তার গ্যাংস্টার বাহিনী এই হামলা করে।
হামলার পরে রহিমকে নিকটস্থ হাসপাতলে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই ঘটানায় মামলা করার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে রহিমের পরিবার থেকে জানা যায়।
তবে অন্যদিকে হামলাকারী উজ্জ্বলের সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
এই বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলামকে মুঠোফোন করলে তিনি জানান, আমি এ বিষয়টি শুনেছি তবে সম্পূর্ণ বিষয় আমি এখন অবগত নই। আমার পুলিশ দুই পক্ষকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। তারা আসলে তদন্ত সাপেক্ষে বাকি ঘটনা জানানো হবে। এলকাবাসীরা জানিয়েছে, উজ্জল ও তার গ্রুপ আজমেরী ওসমান বাহিনীর সক্রিয় সদস্য।