ম্যাক্সওয়েলদের বশ মানিয়ে নিউইয়র্ককে শিরোপা জেতালেন তরুণ উগারকার
ম্যাক্সওয়েলদের বশ মানিয়ে নিউইয়র্ককে শিরোপা জেতালেন তরুণ উগারকার

- আপডেট সময় : ০৫:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৩৮ জন পড়েছেন
উগারকারের বীরত্বে শেষ ওভারে রোমাঞ্চ, শিরোপা নিউইয়র্কের
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) শিরোপা জয়ের জন্য শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল ওয়াশিংটন ফ্রিডমের। ক্রিজে দলটির আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। দুই ‘গ্লেন’-এ চড়ে তখন জয় ছিনিয়ে নেওয়ার অপেক্ষায় তারা। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালেন ২২ বছর আনাড়ি পেসার রুশিল উগারকার।
এমআই নিউইয়র্কের হয়ে শেষ ওভারে ৬ রানর বেশি দেননি তিনি। এর মধ্যে ধীর গতির অফ কাটারে বিপজ্জনক ম্যাক্সওয়েলকে আউট করেছেন। ফিলিপসকে দিয়েছেন এক বলের স্ট্রাইক। অভিজ্ঞতায় ঢের পিছিয়ে থাকলেও উপস্থিত বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দ্বিতীয়বারের মতো এমআই নিউইয়র্ককে এমএলসি শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন এই আমেরিকার পেসার।
শুরুতে ১৮১ রানের লক্ষ্য পেয়েছিল ওয়াশিংটন। জবাবে ৫ উইকেটে ১৭৫ রানে থেমেছে তারা। তাতে ৫ রানে জয় পায় উগারকারের দল।
অথচ ওই শেষ ওভারের আগপর্যন্ত মোমেন্টাম ছিল ওয়াশিংটনের পক্ষে। ১৭তম ওভারে ট্রেন্ট বোল্টের ওভারে আসে ৬ রান। তখন ফিলিপস ২৭ বলে ২৫ রানে ব্যাট করছিলেন। আস্কিং রান রেটও ১৩ রানের ওপর। ফিলিপস পর পর ত্রিস্টান লুউস ও বোল্টের ওভারে চড়াও হন। লুউসের ওভারে নেন দুটি ছক্কা। তাতে ১৮তম ওভারে আসে ১৭ রান। বোল্টের ওভারেও ছক্কা নেন একটি। মোট এই ওভারে আসে ১২ রান।
কিন্তু শেষ ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন উগারকার। ফিলিপস শেষ পর্যন্ত ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থেকেছেন। তাতে ছিল ৫টি ছক্কা।
এর আগে প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি ককের ৪৬ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে ১৮০ রানের সংগ্রহ দাঁড় করায় এমআই নিউ ইয়র্ক। ডি ককের ইনিংসে ছিল ৬টি চারও ৪টি ছয়। তাছাড়া ১৩ বলে ২২ রানের ক্যামি খেলেন কুনওয়ারজিৎ নিং।
ওয়াশিংটনের হয়ে ২১ রানে তিনটি নেন লকি ফার্গুসন। নিউইয়র্কের হয়ে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও রুশিল উগারকার। ৩২ রানে দুটি উইকেট নিয়ে ম্যাচসেরা উগারকারই।