আবেগে এমন স্লোগান দিয়েছে : নীরব রায়হান

- আপডেট সময় : ০৩:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৮২ জন পড়েছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সংগঠক নীরব রায়হান বলেন, একটা আক্ষেপের যায়গা থেকে যখন কেউ তিক্ত হয়ে যায় তখন অনেকে অনেক কিছুই বলে। তবে আমরা যারা সামনে ছিলাম তাঁরা বলেছি, এমন স্লোগান সঠিক না। তবে এমন হত্যাকান্ড বিশ্বজিতের পর এই প্রথম আর আমাদের এই মিছিলে নানা ধরনের আর নানা সংগঠনের মানুষ যুক্ত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, অনেকেই হত্যাকান্ডের বীভৎসতায় বা আক্ষেপে এমন স্লোগান দেয়। মিছিলে আবেগে এমন স্লোগান দিয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলা বা কলেজ-ভার্সিটি থেকেও এমন স্লোগান দেয়ায় অনেকে না বুঝে এমন স্লোগান দিয়েছে। এমন স্লোগান শোনার সাথে সাথে আমি মাইক নিয়ে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করি। তবে কে বা কারা এমন স্লোগান দিয়ে পরিবেশ নষ্ট করতে চেয়েছে সে বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।