২০২১ বিশ্বকাপের স্মৃতি এখনও তাড়া করে ফেরে হাসানকে
২০২১ বিশ্বকাপের স্মৃতি এখনও তাড়া করে ফেরে হাসানকে

- আপডেট সময় : ০৪:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৩২ জন পড়েছেন
সে বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটছিল পাকিস্তানের। ২০২১ সালের সে আসরটা ভারতকে উড়িয়ে দিয়ে শুরু করে দলোটা, এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ারও টুঁটি চেপে ধরেছিল বাবর আজমের দল। ফাইনাল ছিল হাতছোঁয়া দূরত্বে।
কিন্তু তখনই ঘটল অ্যান্টি ক্লাইম্যাটিক একটা ঘটনা। শাহিন আফ্রিদির বলে ম্যাথিউ ওয়েড বল তুলে দিয়েছিলেন আকাশে। শেষমেশ চেষ্টা করেও তা লুফে নিতে পারেননি হাসান আলি। সুযোগ ছিল নায়ক হওয়ার, কিন্তু তিনি বনে যান খলনায়ক। সে ‘জীবন’ পেয়ে ওয়েড অস্ট্রেলিয়াকে এনে দেন অবিশ্বাস্য এক জয়। দলটা পরে জেতে বিশ্বকাপও।
সে সেমিফাইনালের পর প্রায় সাড়ে তিন বছর চলে গেছে। কিন্তু সে স্মৃতিটা আজও ভুলতে পারেননি হাসান আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এল সে বিষয়টিই। তিনি বলেন, ‘বিশ্বকাপে ওই ক্যাচ ফেলাটা এমন একটা মুহূর্ত, যা আমার সঙ্গে সারাজীবন থাকবে।’
হাসানের বিশ্বাস, সে ক্যাচটা নিতে পারলে বিশ্বকাপও জিতে যেতে পারত পাকিস্তান। তিনি বলেন, ‘যদি আমি ওই ক্যাচটা ধরতাম, হতে পারে আমরা ম্যাচটা জিততাম, এমনকি ট্রফিও জিততাম। সেই তকমা – যে আমি ক্যাচ ফেলেছিলাম – সেটা আমার সঙ্গে সবসময়ই থাকবে।’
সে ক্যাচটা ফেলেই হাসান খলনায়ক বনে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বটেই, বাস্তব জীবনেও অনেক টীকাটিপ্পনীর শিকার হতে হয়েছে তাকে। তেমনই এক স্মৃতির কথা জানান তিনি, ‘একবার বিমানবন্দরে যাওয়ার সময় এক লোক আমার মুখ আর হাতের দিকে তাকিয়ে ঠাট্টা করে বলেছিল, ‘‘এই হাতেই কি সেই ক্যাচ ফেলেছো?’’ এমন অনেক ঘটনা আজও আমার মনে আছে।’
হাসান আলি জানিয়েছেন, সে কঠিন সময়েও কিছু সমর্থককে পাশে পেয়েছিলেন তিনি। যারা পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ তিনি। তার ভাষায়, ‘আমি আমার ভক্তদের গভীরভাবে সম্মান করি। কেউ যদি আমাকে ভালোভাবে মনে রাখেন বা খারাপভাবে, আমি সবাইকে সম্মান করি। সত্যিকারের ভক্তরা সবসময় আমার পাশে ছিলেন। যখন আমি ক্যাচ ফেলেছিলাম, অনেকেই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে কিছু মানুষ ছিলেন, যারা আমার পক্ষে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন, টেলিভিশনে কথা বলেছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’