ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিসিবির পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় নিহত ১ ঢাকায় ইউরোপের ভিসা সেন্টার খোলার অনুরোধে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি সাগর-রুনির সন্তানের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল ওএসডি ২৯ কোটি টাকার হিসাব কীভাবে পরিচালনা করেছে, জানাল জামায়াত নারায়ণগঞ্জ বার নির্বাচন: জামায়াতপন্থী আইনজীবী প্যানেলের গণসংযোগ নথি সরিয়ে করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত জুলাই গণহত্যা: জাতিসংঘের প্রতিবেদন ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার নির্দেশ অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে ছাত্রদলের প্যানেল নির্ধারণ করা হয়েছে: আবিদুল সরকারি পাসপোর্টধারী ও কূটনীতিকরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন
নারায়ণগঞ্জের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

নারায়ণগঞ্জের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৬:২৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / ১৯৭ জন পড়েছেন

নারায়ণগঞ্জে ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নিজ গন্তব্য পৌঁছাতে পারছেন।

শনিবার (২৯ মার্চ) সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ড, শিমড়াইল মোড়, কাঁচপুর এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এদিকে মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে ও থানা পুলিশ তৎপর রয়েছে। মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করতে আসা গার্মেন্টস কর্মী রকিবুল হাসান জানান, রাস্তায় গাড়ির চাপ অনেক তবে যানজট নেই। আমাদের অফিস গত পরশুদিন ছুটি ঘোষণা করেছে। আজ পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছি।

সাধারণ যাত্রীরা বলছেন এবছর সড়কে যানজটের সম্ভাবনা নেই। তাই ভোগান্তি পোহাতে হবে না ঘরমুখো মানুষকে। তবে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকলে ডাকাতি-ছিনতাইয়ের শিকার হবেন অসংখ্য মানুষজন।

কয়েকজন দূরপাল্লার বাসচালক জানান, বিগত বছরগুলোর মতো এবার মহাসড়কে যানজটের ভোগান্তি নেই। পূর্বের চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছি আমরা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, যানজট নিরসনে আমরা তৎপর রয়েছি। আমাদেট টহল আরও জোরদার করা হয়েছে। আশাকরি ঘরমুখো মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন