এনবিআরের সব চাকরি ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করেছে সরকার
এনবিআরের সব চাকরি ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করেছে সরকার

- আপডেট সময় : ১০:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৪ জন পড়েছেন
প্রয়োজনীয় বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য রক্ষার জন্য জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
সোমবার (৩০ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে গতিশীল রাখার জন্য এনবিআরের আওতাধীন সকল চাকরি অত্যাবশ্যক।
এর আগে রোববার (২৯ জুন) এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন পরিত্যাগ করে দ্রুত কাজে ফেরার নির্দেশ দিয়ে একটি বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।
সে বিবৃতিতে বলা হয়েছিল, জাতীয় স্বার্থে এনবিআরের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।