ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থ যুবদল নেতা রনিকে দেখতে হাসপাতালে তাতীদলের নেতৃবৃন্দ সালমান শাহ হত্যা মামলা: আসামিদের গ্রেফতার প্রসঙ্গে যা বলল পুলিশ মাসখানেক আগেও ডন আমাকে হুমকি দিয়েছে: নীলা চৌধুরী থাইল্যান্ডে হারল বাংলাদেশের মেয়েরা বাংলাদেশে খেলতে এসে বিরল রোগে আক্রান্ত হন এই ভারতীয় ক্রিকেটার ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান বিশ্বের ৪৫০ ইহুদির গাজার তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস, জমেছে ৬১ মিলিয়ন টন ধ্বংসাবশেষ নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান, আশা সালাহউদ্দিনের এবার পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী ‘২০০ আসনে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত এ মাসেই’

কদম রসুল সেতুর মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ১১:২৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ১০৪ জন পড়েছেন

শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি পরিবর্তনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ” কালীর বাজার বৃহত্তর ব্যবসায়ী বৃন্দ ও স্থানীয় জনসাধারণ” ব্যানারে ওই মানববন্ধন করা হয়। আয়োজিত এই কর্মসূচিতে বৃহত্তর কালীর বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। তাদের প্রধান উদ্বেগ, বর্তমান নকশা কার্যকর হলে ওই এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হবে, যা জনজীবন ও ব্যবসায় চরম দুর্ভোগ বয়ে আনবে।

কালীর বাজারের ব্যবসায়ী হাজী মো. নাজির খানের সভাপতিত্বে এবং মো. রবিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ব্যবসায়ী তপু চৌধুরী, ব্যবসায়ী মো. সুমন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, “সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি শীতলক্ষ্যা নদীর উপর নির্মিতব্য কদম রসুল সেতুর পশ্চিম পাড়ের মুখটি নামবে নারায়ণগঞ্জ কলেজের সামনে। এই সংবাদটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের ও আতঙ্কের।”

তারা আরও জানান, কালীর বাজার ও তৎসংলগ্ন ফলপট্টি এলাকাটি এমনিতেই শহরের অত্যন্ত ব্যস্ততম সড়ক। এখানে রয়েছে শহরের বড় শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ। এছাড়া শহরের সবচেয়ে বড় দুটি বাজার কালীর বাজার ও দিগুবাবু বাজারের প্রবেশমুখ এখানেই। এটি শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় এখানে প্রতিনিয়ত ভয়াবহ যানজট লেগে থাকে।

বক্তারা বলেন, “এমনি স্বাভাবিক সময়েই এখানে আমাদের ব্যবসা পরিচালনা করতে ও চলাচল করতে প্রচুর দুর্ভোগ পোহাতে হয়। এরপরে আবার যদি কদম রসুল সেতুতে উঠা-নামার মুখ এখানে তৈরি হয়, তাহলে দুর্ভোগ আরও ভয়াবহ ভাবে বৃদ্ধি পাবে।”

মানববন্ধন থেকে বক্তারা কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি অন্যত্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তাদের এই যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ অতি দ্রুত সেতুর নকশা বদল করবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

কদম রসুল সেতুর মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:২৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি পরিবর্তনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ” কালীর বাজার বৃহত্তর ব্যবসায়ী বৃন্দ ও স্থানীয় জনসাধারণ” ব্যানারে ওই মানববন্ধন করা হয়। আয়োজিত এই কর্মসূচিতে বৃহত্তর কালীর বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। তাদের প্রধান উদ্বেগ, বর্তমান নকশা কার্যকর হলে ওই এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হবে, যা জনজীবন ও ব্যবসায় চরম দুর্ভোগ বয়ে আনবে।

কালীর বাজারের ব্যবসায়ী হাজী মো. নাজির খানের সভাপতিত্বে এবং মো. রবিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ব্যবসায়ী তপু চৌধুরী, ব্যবসায়ী মো. সুমন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, “সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি শীতলক্ষ্যা নদীর উপর নির্মিতব্য কদম রসুল সেতুর পশ্চিম পাড়ের মুখটি নামবে নারায়ণগঞ্জ কলেজের সামনে। এই সংবাদটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের ও আতঙ্কের।”

তারা আরও জানান, কালীর বাজার ও তৎসংলগ্ন ফলপট্টি এলাকাটি এমনিতেই শহরের অত্যন্ত ব্যস্ততম সড়ক। এখানে রয়েছে শহরের বড় শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ। এছাড়া শহরের সবচেয়ে বড় দুটি বাজার কালীর বাজার ও দিগুবাবু বাজারের প্রবেশমুখ এখানেই। এটি শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় এখানে প্রতিনিয়ত ভয়াবহ যানজট লেগে থাকে।

বক্তারা বলেন, “এমনি স্বাভাবিক সময়েই এখানে আমাদের ব্যবসা পরিচালনা করতে ও চলাচল করতে প্রচুর দুর্ভোগ পোহাতে হয়। এরপরে আবার যদি কদম রসুল সেতুতে উঠা-নামার মুখ এখানে তৈরি হয়, তাহলে দুর্ভোগ আরও ভয়াবহ ভাবে বৃদ্ধি পাবে।”

মানববন্ধন থেকে বক্তারা কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি অন্যত্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তাদের এই যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ অতি দ্রুত সেতুর নকশা বদল করবে।