না.গঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিন
তীব্র যানজট, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

- আপডেট সময় : ০৯:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ৪৪ জন পড়েছেন
নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই শহরের চাষাঢ়া, কালীরবাজার, বঙ্গবন্ধু সড়ক ও দুই নং রেলগেট এলাকায় তীব্র যানজট দেখা গেছে। এসকল এলাকায় বেশিরভাগ পরীক্ষা কেন্দ্র হওয়ায় পরীক্ষার্থীদেরও এসময় ভোগান্তি পোহাতে দেখা গেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট ছিল। সড়কে যানজট থাকায় কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হয় বলে জানান পরীক্ষার্থীরা।
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে নারায়ণগঞ্জ কলেজে পরীক্ষা দিতে আসা আব্দুল্লাহ জানান, চাষাঢ়া মোড়েই প্রায় বিশ মিনিট জ্যামে বসে ছিলাম। পরে উপায় না পেয়ে বাকি রাস্তা হেটে এসেছি।
মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন মাসদাইর এলাকার মাহমুদা আক্তার। তিনি জানান, রাস্তায় অনেক যানজট থাকে। তাই আগে আগে মেয়েকে নিয়ে চলে এসেছি। যানজটের কারণে অনেক ভোগান্তি হয়।
এর আগে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শহরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আগেই অনুরোধ জানানো হলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এদিনও অবৈধ অটো, সিএনজি, লেগুনা স্ট্যান্ড দেখা গেছে।
অন্যদিকে পরীক্ষাকে কেন্দ্র করে শহরের মানুষের আনাগোনা বাড়ায় এদিন ফুটপাত দোকানগুলোও আগেভাগে খুলে বসেন দোকানিরা। এর ফলে যানজট আরও বৃদ্ধি পায়।
শহরের কালীরবাজার এলাকার হকার নাজমুল জানান, স্কুল কলেজ খোলা থাকলে ভাল বেচাকেনা হয়। পরীক্ষা চলছে, তাই আজ একটু আগে দোকান নিয়ে বসেছি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জের কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সতর্কতা এবং ফুটপাত উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও বাস্তবতা ছিল ভিন্ন। পরীক্ষার শুরুতেই এমন বিশৃঙ্খলা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।