ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন নির্ভরতা কমাতে চায় ইসরাইল, আসছে ১০ বছরের চুক্তি

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ৭ জন পড়েছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন ১০ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তি করতে খসড়া প্রস্তুত করছে ইসরাইল। মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি চায়, আমেরিকার সামরিক সাহায্যের অর্থ কমিয়ে আনতে। এই লক্ষ্যে খুব দ্রুত তারা প্রস্তাবনা রাখবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো গিল পিনচাস।

তিনি বলেন, প্রস্তাবনাটি নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হতে পারে। সেই আলোচনায় মূল বিষয়ে থাকবে নগদ অনুদানের চেয়ে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পের গুরুত্ব।

পিনচাস বলেন, এই চুক্তি শুধু আর্থিক হিসাব নয় বরং সামগ্রিক অংশীদারত্বই বেশি গুরুত্বপূর্ণ। এখানে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলোর মূল্য অর্থের সমান। বিষয়টি আরও বিস্তৃতভাবে দেখতে হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে পিনচাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে বর্তমানে প্রতিবছর ৩.৩ বিলিয়ন ডলার সরাসরি আর্থিক সহায়তা পায় ইসরাইল। যার মাধ্যমে মার্কিন অস্ত্র কেনা হয়। ইসরাইল চাচ্ছে সেটি ধীরে ধীরে কমিয়ে আনতে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরকার সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত ১০ বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ওই চুক্তির আওতায় মোট ৩৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা। এর মধ্যে ৩৩ বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম কেনার অনুদান এবং ৫ বিলিয়ন ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ।

এ মাসের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যও রয়েছে ইসরাইলের।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

মার্কিন নির্ভরতা কমাতে চায় ইসরাইল, আসছে ১০ বছরের চুক্তি

আপডেট সময় : ০৬:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন ১০ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তি করতে খসড়া প্রস্তুত করছে ইসরাইল। মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি চায়, আমেরিকার সামরিক সাহায্যের অর্থ কমিয়ে আনতে। এই লক্ষ্যে খুব দ্রুত তারা প্রস্তাবনা রাখবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো গিল পিনচাস।

তিনি বলেন, প্রস্তাবনাটি নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হতে পারে। সেই আলোচনায় মূল বিষয়ে থাকবে নগদ অনুদানের চেয়ে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পের গুরুত্ব।

পিনচাস বলেন, এই চুক্তি শুধু আর্থিক হিসাব নয় বরং সামগ্রিক অংশীদারত্বই বেশি গুরুত্বপূর্ণ। এখানে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলোর মূল্য অর্থের সমান। বিষয়টি আরও বিস্তৃতভাবে দেখতে হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে পিনচাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে বর্তমানে প্রতিবছর ৩.৩ বিলিয়ন ডলার সরাসরি আর্থিক সহায়তা পায় ইসরাইল। যার মাধ্যমে মার্কিন অস্ত্র কেনা হয়। ইসরাইল চাচ্ছে সেটি ধীরে ধীরে কমিয়ে আনতে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরকার সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত ১০ বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ওই চুক্তির আওতায় মোট ৩৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা। এর মধ্যে ৩৩ বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম কেনার অনুদান এবং ৫ বিলিয়ন ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ।

এ মাসের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যও রয়েছে ইসরাইলের।