পিপলস ব্যাংকের কাশেম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৭ জন পড়েছেন
দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম ও তার স্ত্রী স্বপ্না কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
সেই সঙ্গে আবুল কাশেম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
দুদকের দুই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ।
দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, আবুল কাশেমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন করে তা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানোর পর তা ব্যাংকিং চ্যানেলে এনে বৈধ করার চেষ্টার অভিযোগ রয়েছে। এর মধ্যে দুদক জেনেছে, আবুল কাশেম সস্ত্রীক দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নেবেন। অনুসন্ধানকালে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা কঠিন হয়ে পড়বে।
এ কারণে কাশেম ও তার স্ত্রী স্বপ্নার বিদেশ গমন ঠেকানো দরকার।
ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে বলা হয়, আবুল কাশেমের বিরুদ্ধে অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টার অভিযোগ রয়েছে। তদন্ত চলাকালে তার ও সংশ্লিষ্টদের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা দরকার।




















