সংবাদ শিরোনাম :
ভূমিকম্পের ঝুঁকি জানতে বিশেষজ্ঞদের ডাকলেন প্রধান উপদেষ্টা
প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২৬ জন পড়েছেন
দেশে ভূমিকম্পের ঝুঁকি ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশেষজ্ঞদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪শে নভেম্বর) দুপুরে রাজধানীতে রাজউক ভবনে ভূমিকম্প ঝুঁকি হ্রাস ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ উপদেষ্টা জানান, ভূমিকম্পের ঝুঁকি পর্যালোচনা ও সঠিক মূল্যায়ন আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে শেষ করতে হবে। এই ঝুঁকি নিরূপণে এলাকাভিত্তিক আলাদা আলাদা পরামর্শক প্রতিষ্ঠানকে (ফার্ম) জরিপ বা সার্ভের দায়িত্ব দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ক্ষমতা ও পরিধি বৃদ্ধি করে দ্রুততম সময়ের মধ্যে এই সার্ভের কাজ সম্পন্ন করা জরুরি।
ট্যাগ :


















