জামিনে মুক্ত রিয়াদ চৌধুরী

- আপডেট সময় : ০৬:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ৫৪০ জন পড়েছেন
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। তিনি সদ্য বহিষ্কৃত ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার ফোরকান মিয়া।
এর আগে ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর কিছুক্ষণ পরেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদকে আটক করে পুলিশ।
এর আগে ফতুল্লার ডাইং ব্যাবসায়ী আজাদকে কারখানা পোড়ানোর হুমকি দেয়ার অভিযোগ ওঠে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফোনালাপের অডিও ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পরবর্তীতে ব্যাবসায়ী আজাদ ঘটনাটিকে পারিবারিক বলে জানান। এ ঘটনায় কোন অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানান তিনি।
পরবর্তীতে ফতুল্লা থানার এসআই শামীম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।