সংবাদ শিরোনাম :
জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডে হিরা সরদারের দোয়া তবারক বিতরণ কর্মসূচি

সোজাসাপটা রিপোর্ট
- আপডেট সময় : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ৮৮ জন পড়েছেন
সোমবার (২ জুন) বাদ জোহর নগরীর সিরাজউদ্দৌলা সড়কের ঐতিহ্যবাহী কালীরবাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।
দোয়া অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক হানিফ সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ট্যাগ :