সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গ্রেফতার ৬

সোজাসাপটা রিপোর্ট
- আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ১৪০ জন পড়েছেন
দূরপাল্লার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পরিবহন কোম্পানির ৬ জন কর্মচারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১ জুন) দুপুরে নগরীর চাষাড়ায় অবস্থিত বেশ কয়েকটি দূরপাল্লার পরিবহন কোম্পানীর কাউন্টারে এ অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন রুটে চলাচলরত পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে-যাত্রীদের কাছ থেকে এমন অভিযোগে জেলা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী এ যৌথ অভিযান চালায়।
জেলা প্রশাসন সূত্র জানায়, সেনাবাহিনীর সদস্যরা জেলা প্রশাসনের সাথে একযোগে শহরের গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলোতে উপস্থিত হয়ে টিকিট মূল্য যাচাই করেন। অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি বাস কাউন্টারে অন্যান্য সময়ের ভাড়ার তুলনায় প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ বেশি আদায় করা হচ্ছিল।
অভিযানের সময় কয়েকজন কাউন্টার কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাধ্য করা হয়। এরপর কাউন্টারে কর্মরত ৬ জনকে মোবাইল কোর্টের নিকট হস্তান্তর করা হয়।
ট্যাগ :