সংবাদ শিরোনাম :
পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে: আমীর খসরু

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৩:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩ জন পড়েছেন
আগামী নির্বাচনকে ঘিরে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না, নূরের ওপর হামলার ঘটনা সেটাই প্রমাণ করে।
আলোচনার টেবিলে সব বিষয়ে ঐকমত্য হওয়ার কথা নয় জানিয়ে আমীর খসরু আরও বলেন, কিছু চাওয়ায় অসুবিধাও নেই, তবে জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজের ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত।
ট্যাগ :