বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নয়, বাংলাদেশে নৈরাজ্যই কি ভারতের কৌশল?
- আপডেট সময় : ০৭:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৭ জন পড়েছেন
তিনি বলেন, ‘ভারত সব সময় বলে এসেছে যে তারা বাংলাদেশের একটি নির্বাচিত সরকার চায়। তাদের এ দাবির পেছনে একটি যুক্তি আছে, যা তারা খোলাখুলিভাবেই উপস্থাপন করে।
জাহেদ উর রহমান মনে করেন, “ভারতের জন্য বাংলাদেশের সবচেয়ে লাভজনক পরিস্থিতি হলো—দেশে একটি নৈরাজ্য তৈরি হোক এবং ভবিষ্যতে একটি দুর্বল, জোটনির্ভর সরকার গঠিত হোক। এমনকি নির্বাচন না হওয়াটাও তাদের জন্য ভালো, কারণ অরাজকতা তৈরি হলে আওয়ামী লীগ, ভারতের এজেন্সি—সবাই মাঠে নামবে, সংখ্যালঘুদের ওপর হামলার মতো ঘটনা ঘটতে পারে, যা ভারতকে ভবিষ্যতে হস্তক্ষেপের সুযোগ দেবে। এই অবস্থায় জনমনে ‘আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত হলেও অন্তত স্থিতিশীলতা দিত’ এমন ভাবনা ফিরে আসতে পারে। ফলে অরাজকতা আসলে আওয়ামী লীগকে ফেরানোর পথ তৈরি করা তাদের জন্য সহজ হবে।”
তিনি বলেন, ‘জামায়াত পিআর নিয়ে যে আন্দোলনে নেমেছে সেটাও ভারতের স্বার্থে যেতে পারে। কারণ পিআর মানেই জোটনির্ভর, অস্থির, দুর্বল সরকার—যেটি ভারতের প্রভাবের কাছে বেশি নমনীয়। নেপালের অভিজ্ঞতা তা-ই বলে। পিআর না হলে নির্বাচনে না যাওয়ার হুমকি আসলে একটি বার্গেনিং টুল। কিন্তু এর ফলে রাজনীতিতে নতুন সংঘাত তৈরি হচ্ছে, যা পুরো পরিবেশকে আরো বিপজ্জনক করে তুলছে।’























