অস্ট্রেলিয়া থেকে পাপুয়া নিউ গিনির স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে আগামী বুধবার পোর্ট মোরসবিতে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও জেমস মারাপে নতুন প্রতিরক্ষা চুক্তিটিতে স্বাক্ষর করবেন।
সেনাবাহিনীতে বিদেশিদের যোগদানের সুযোগ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

- আপডেট সময় : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫ জন পড়েছেন
চুক্তিটি ২০২৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সার্বিক নিরাপত্তা চুক্তিকে অনুসরণ করবে। অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, এই চুক্তি পাপুয়া নিউ গিনির নাগরিকদের অন্য সদস্যদের মতো একই বেতনে অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতে এবং নাগরিকত্বের পথ উন্মুক্ত করতে সক্ষম করবে।
এদিকে এই চুক্তি ‘আঞ্চলিক নিরাপত্তাকে উৎসাহিত করবে’ উল্লেখ করে পাপুয়া নিউ গিনির প্রতিরক্ষামন্ত্রী বিলি জোসেফ বলেন, ‘একটি নিরাপদ পাপুয়া নিউ গিনি হলো একটি নিরাপদ অস্ট্রেলিয়া এবং একটি নিরাপদ অস্ট্রেলিয়া হলো একটি নিরাপদ পাপুয়া নিউ গিনি।’
অস্ট্রেলিয়ার উত্তরতম সীমান্ত থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত পাপুয়া নিউ গিনি মেলানেশিয়ার বৃহত্তম ও সর্বাধিক জনবহুল রাষ্ট্র। চীন গত দশকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং হাসপাতাল, ক্রীড়া স্টেডিয়াম, রাস্তাঘাট ও অন্যান্য জনকল্যাণমূলক কাজে অর্থায়ন করেছে।