ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামায়াত’

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০ জন পড়েছেন

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। ১৯৯৬ সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামায়াত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে। সেটা ঘুচিয়ে এখন জামায়াত আবার আঁতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে, এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নে হলুদ ঘর ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ আর জামায়াত একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা দুলু বলেন, ‘কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে জিতছেন তো কি করে এইটা বাংলাদেশর মানুষ জানে। যারা গত ১৫ বছর আমাদেরকে শোষণ করলো আমাদের ওপর হামলা, গুলি করল, আমাদের জীবন থেকে বছরের পর বছর মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিলো, ওই আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমরা কী এইটা বুঝি না! বাংলাদেশের মানুষ বুঝে না! আপনারা আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন।’ তিনি জানান, এই আঁতাতকে বিএনপিরই ঠেকাতে হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দিনকয়েক আগে। দুলুর অভিমত, এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না। জামায়াত-শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে, বলেন তিনি। তার কথা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁতাত করে, ষড়যন্ত্রে চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে তারা সারা বাংলাদেশ জিতবে।’

এই জনসভায় দুলু ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সর্দারসহ দলের আরও অনেক নেতা-কর্মী।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামায়াত’

আপডেট সময় : ০৩:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। ১৯৯৬ সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামায়াত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে। সেটা ঘুচিয়ে এখন জামায়াত আবার আঁতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে, এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নে হলুদ ঘর ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ আর জামায়াত একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা দুলু বলেন, ‘কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে জিতছেন তো কি করে এইটা বাংলাদেশর মানুষ জানে। যারা গত ১৫ বছর আমাদেরকে শোষণ করলো আমাদের ওপর হামলা, গুলি করল, আমাদের জীবন থেকে বছরের পর বছর মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিলো, ওই আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমরা কী এইটা বুঝি না! বাংলাদেশের মানুষ বুঝে না! আপনারা আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন।’ তিনি জানান, এই আঁতাতকে বিএনপিরই ঠেকাতে হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দিনকয়েক আগে। দুলুর অভিমত, এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না। জামায়াত-শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে, বলেন তিনি। তার কথা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁতাত করে, ষড়যন্ত্রে চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে তারা সারা বাংলাদেশ জিতবে।’

এই জনসভায় দুলু ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সর্দারসহ দলের আরও অনেক নেতা-কর্মী।