‘৫ আগস্টের আগে ছাত্রলীগ, পরে তারাই হলেন ছাত্রশিবির নেতা’

- আপডেট সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪ জন পড়েছেন
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গত ১৬ বছরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ করতে পারে নাই। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্রলীগের শরীরের সঙ্গে মিশে গিয়ে সেখানে কাজ করেছে। ৫ আগস্টের আগে যারা ছাত্রলীগের নেতা ছিলেন, ৫ আগস্টের পরে তারা ছাত্রশিবিরের নেতা হিসেবে আবির্ভূত হলেন। তারা একটি গুপ্ত সংগঠন।
তিনি বলেন, ছাত্রদল কোনো দিনই ছাত্রলীগের সঙ্গে আপস করে নাই। কারণ বিএনপির নেত্রী খালেদা জিয়া আপসহীন, তারেক জিয়া আপসহীন নেতা। ছাত্রলীগের সঙ্গে আপস করলে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান করতে পারত।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, ছাত্রশিবির কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে জয়লাভ করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হলে ছাত্রলীগের ভোট গেল কার পকেটে? এটা যদি আমরা সুনিপুণভাবে অনুসন্ধান করি তাহলে শিবিরের এই বিজয় কিভাবে হয়েছে তা ধরতে পারব।
উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রেহেনা পারভীন ববি, তাহমিনা বেগম রিপা, নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, সালেহা আক্তার, সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, যুগ্ম সম্পাদক ফেরদৌসি জাহান সুপ্তি, সাংগঠনিক সম্পাদক রোকেয়া বেগম। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর দলীয় কার্যালয় থেকে উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।