ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু: ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৫ জন পড়েছেন

ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডি ডিজেবলের অভিযোগ করেছেন।

অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ তাদের একাধিক প্রার্থীর আইডি ডিজেবলের অভিযোগ জানিয়েছেন।

দুপুরে সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, আমরা সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম, সেগুলো সত্যি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, সাড়ে নয়টার দিকে আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়। প্রাথমিকভাবে আবেদন করে আইডি উদ্ধার করেছি। পরে দেশের মানুষকে সতর্ক করে একটি পোস্ট করেছি। তার ৫৭ মিনিট পর আবারও আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে।

আবিদ আরও বলেন, আমরা আইডি দিয়ে প্রচারণা চালিয়েছি। সেগুলো অনেক মানুষের কাছে পৌঁছচ্ছিল। আমরা কাউকে পেছন থেকে থেকে আঘাত করিনি। আমরা যোগ্যতার বিরুদ্ধে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি।

ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, বেলা ১১টার দিকে আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। বারবার চেষ্টা করেও আমি প্রবেশ করতে পারছি না। তানভীর আল হাদী মায়েদের আইডি ভেরিফাইড না, সেটিও ডিজেবল করে দেওয়া হয়েছে। একটি গোষ্ঠী পরাজয়ের আশঙ্কা থেকে ভয়ে শঙ্কিত হয়ে তারা সাইবার অ্যাটাক করছে। যারা সাইবার অ্যাটাক করছে, তাদের বিরুদ্ধে ব্যালট অ্যাটাক দেবেন।

দুপুর ১২টা ৫৪ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলো ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরেই লগ-আউট হয়ে যাচ্ছে।

কারা কি কারণে এমন অপকাণ্ড ঘটাচ্ছে, সে ব্যাপারে দুই প্যানেলের কোনো সদস্য কিছু বলতে পারেননি। তবে তাদের আশঙ্কা ডাকসু নির্বাচন বানচাল বা প্রার্থীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতে কোনো একটি চক্র এ ধরনের অপকর্ম করছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডাকসু: ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ

আপডেট সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডি ডিজেবলের অভিযোগ করেছেন।

অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ তাদের একাধিক প্রার্থীর আইডি ডিজেবলের অভিযোগ জানিয়েছেন।

দুপুরে সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, আমরা সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম, সেগুলো সত্যি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, সাড়ে নয়টার দিকে আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়। প্রাথমিকভাবে আবেদন করে আইডি উদ্ধার করেছি। পরে দেশের মানুষকে সতর্ক করে একটি পোস্ট করেছি। তার ৫৭ মিনিট পর আবারও আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে।

আবিদ আরও বলেন, আমরা আইডি দিয়ে প্রচারণা চালিয়েছি। সেগুলো অনেক মানুষের কাছে পৌঁছচ্ছিল। আমরা কাউকে পেছন থেকে থেকে আঘাত করিনি। আমরা যোগ্যতার বিরুদ্ধে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি।

ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, বেলা ১১টার দিকে আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। বারবার চেষ্টা করেও আমি প্রবেশ করতে পারছি না। তানভীর আল হাদী মায়েদের আইডি ভেরিফাইড না, সেটিও ডিজেবল করে দেওয়া হয়েছে। একটি গোষ্ঠী পরাজয়ের আশঙ্কা থেকে ভয়ে শঙ্কিত হয়ে তারা সাইবার অ্যাটাক করছে। যারা সাইবার অ্যাটাক করছে, তাদের বিরুদ্ধে ব্যালট অ্যাটাক দেবেন।

দুপুর ১২টা ৫৪ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলো ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরেই লগ-আউট হয়ে যাচ্ছে।

কারা কি কারণে এমন অপকাণ্ড ঘটাচ্ছে, সে ব্যাপারে দুই প্যানেলের কোনো সদস্য কিছু বলতে পারেননি। তবে তাদের আশঙ্কা ডাকসু নির্বাচন বানচাল বা প্রার্থীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতে কোনো একটি চক্র এ ধরনের অপকর্ম করছে।