ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগের ঝটিকা মিছিল, যে নির্দেশনা দিল সরকার দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: ব্যবস্থা নিতে নির্দেশ সরকারের পল্লী বিদ্যুতের আন্দোলনে দেশবিরোধী শক্তির ইন্ধন দেখছেন প্রেসসচিব কিভাবে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেবে জাপান ‘আ.লীগের কোনো নেতা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, তারা কলকাতায় আরাম-আয়েশে ছিল’ হাটহাজারী মাদরাসায় হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি দেশের এমন বেহাল অবস্থা পৃথিবীর কোথাও নেই ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কোনো শক্তিই ঠেকাতে পারবে না : শফিকুল আলম আমাদের কাছে সংখ্যালঘু বলতে কিছু নেই : মাসুদ সাঈদী

নারায়ণগঞ্জে মেট্রো রেলের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০১:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১ জন পড়েছেন
নারায়ণগঞ্জে মেট্রো রেল সম্প্রসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী ও মদনপুরকে অন্তর্ভুক্ত করে দ্রুত মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, মেট্রো রেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, যা এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্রো রেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। এখানে মেট্রো রেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থা ব্যাপক উন্নত হবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, ‘আমরা বহুবার দাবি জানিয়েছি, কিন্তু বারবার বলা হয় নারায়ণগঞ্জে মেট্রো রেল লাভজনক নয়। কিন্তু মেট্রো রেল শুধু মুনাফার জন্য নয়, জনসেবার জন্য করা হয়। প্রতিদিন ৩ লাখের বেশি মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করে— তাহলে তারা কোন যুক্তিতে বলছেন, এখানে মেট্রো রেল লাভজনক হবে না।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

 

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জে মেট্রো রেলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
নারায়ণগঞ্জে মেট্রো রেল সম্প্রসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী ও মদনপুরকে অন্তর্ভুক্ত করে দ্রুত মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, মেট্রো রেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, যা এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্রো রেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। এখানে মেট্রো রেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থা ব্যাপক উন্নত হবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, ‘আমরা বহুবার দাবি জানিয়েছি, কিন্তু বারবার বলা হয় নারায়ণগঞ্জে মেট্রো রেল লাভজনক নয়। কিন্তু মেট্রো রেল শুধু মুনাফার জন্য নয়, জনসেবার জন্য করা হয়। প্রতিদিন ৩ লাখের বেশি মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করে— তাহলে তারা কোন যুক্তিতে বলছেন, এখানে মেট্রো রেল লাভজনক হবে না।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।