সমমনা দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে জামায়াত

- আপডেট সময় : ০৮:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯ জন পড়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী সব ইসলামী দল এবং সমমনা-দেশপ্রেমিক দলগুলোকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। বৃহত্তর ঐক্য গড়ে দেশ ও জাতিকে মুক্ত করার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল। তবে তার আগে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা না করে যেনতেনভাবে একটা নির্বাচন জনগণ চায় না।
বুধবার রাত সাড়ে ৯টায় রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না ফিলিং স্টেশনে আয়োজিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি হাসানুল বান্না উজ্জ্বল, বড়াইগ্রাম পৌর জামায়াতের আমির আলমাছ সরদার, জামায়াত নেতা আতিকুর রহমান মাস্টার, জয়নাল আবেদীন ও আবু তালেব, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদের দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছিল, নিবন্ধন কেড়ে নিয়েছিল, জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল; কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রাকে রুখতে পারেনি। বরং নিজেরাই ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জামায়াত কোনো ব্যক্তি, পরিবার কিংবা গোষ্ঠীর জন্য রাজনীতি করে না। জামায়াত দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে। এবারের নির্বাচনে দল-মত-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের লড়াইকে বিজয়ী করে দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।