মাদরাসা শিক্ষা নিয়ে অতীতে নেতিবাচক প্রচারণা হয়েছে উল্লেখ করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, মাদরাসা শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও বৈষম্যের দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের মূল্যায়নের দেশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসার কামিল (স্নাতকোত্তর) শ্রেণির সবক অনুষ্ঠান ও কৃতী ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, ‘শুধু কামিল পাস বা মাওলানা হলেই ভালো মানুষ হওয়া যায় না।
এজন্য শিক্ষকদেরও দায়িত্বশীল ও যত্নবান হতে হবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলীউল্যাহ, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান।
মাদরাসার অধ্যক্ষ এএফএম নাজমুস সউদের সভাপতিত্বে অনুষ্ঠানে কামিল (স্নাতকোত্তর) শ্রেণির সবক প্রদান করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সালেহ।
বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. অলিউল্যাহ বলেন, ‘ইমাম থেকে রাষ্ট্রনায়ক পর্যন্ত সর্বত্রই মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।