ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণ বিশ্বাস করে বিএনপিই পারে নতুন বাংলাদেশ গড়তে: অমিত নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা : জনপ্রশাসন সচিব একদল মুক্তিযুদ্ধ, আরেকদল চব্বিশ বিক্রি করে আখের গোছাতে চায়: আমির খসরু বিএনপির সামনে ‘তালগাছের আড়াই হাত’ নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ, জানালেন আইজিপি ডাকসু নির্বাচনে বাধা নেই ‎গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাইয়ের ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত: রাজসাক্ষী মামুন নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে: নার্গিস বেগম ছাত্র-জনতার অভ্যুত্থানের ৩৪ মামলায় চার্জশিট

কিছু দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: সেলিমা রহমান

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ২১ জন পড়েছেন

ঢাকা: কিছু দল নির্বাচনী বানচাল করার চেষ্টা করে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার (৩১ আগস্ট) রাজধানীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনগণ সব বোঝে। বিএনপি জনগণের দল, আর জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না।

ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে সেলিমা রহমান বলেন, যেভাবে শহীদ জিয়ার যুদ্ধঘোষণা থেকে দেশ গড়ার নেতৃত্ব দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তারেক রহমানও ৩১ দফার মাধ্যমে নতুন সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেছেন। ইনশাল্লাহ আমরা ধানের শীষকে আবারও সারা দেশে ছড়িয়ে দেব।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা দিয়ে রাষ্ট্রকাঠামো ও সমাজ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিলেন। আর বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন।

সেলিমা রহমান বলেন, আজকের দিনটি শুধু বিএনপির জন্মদিন নয়, এটি আমাদের নেতাকর্মীদের জন্য দৃঢ় অঙ্গীকারের দিন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব।

তিনি বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকে গুম-খুনের শিকার হয়েছেন, কেউ আহত হয়ে পড়ে আছেন। দীর্ঘ ১৬ বছরের এ দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধরে লড়াই করে যাচ্ছেন। আর সেই ঐক্যবদ্ধ সংগ্রামের কারণেই স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই আমরা জনগণের প্রিয় দল বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসব এবং নতুন বাংলাদেশ গড়ে তুলব।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

কিছু দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: সেলিমা রহমান

আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

ঢাকা: কিছু দল নির্বাচনী বানচাল করার চেষ্টা করে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার (৩১ আগস্ট) রাজধানীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনগণ সব বোঝে। বিএনপি জনগণের দল, আর জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না।

ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে সেলিমা রহমান বলেন, যেভাবে শহীদ জিয়ার যুদ্ধঘোষণা থেকে দেশ গড়ার নেতৃত্ব দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তারেক রহমানও ৩১ দফার মাধ্যমে নতুন সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেছেন। ইনশাল্লাহ আমরা ধানের শীষকে আবারও সারা দেশে ছড়িয়ে দেব।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা দিয়ে রাষ্ট্রকাঠামো ও সমাজ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিলেন। আর বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন।

সেলিমা রহমান বলেন, আজকের দিনটি শুধু বিএনপির জন্মদিন নয়, এটি আমাদের নেতাকর্মীদের জন্য দৃঢ় অঙ্গীকারের দিন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব।

তিনি বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকে গুম-খুনের শিকার হয়েছেন, কেউ আহত হয়ে পড়ে আছেন। দীর্ঘ ১৬ বছরের এ দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধরে লড়াই করে যাচ্ছেন। আর সেই ঐক্যবদ্ধ সংগ্রামের কারণেই স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে সেলিমা রহমান বলেন, আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই আমরা জনগণের প্রিয় দল বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসব এবং নতুন বাংলাদেশ গড়ে তুলব।