ইতালির সর্বোচ্চ পর্যায়ে অভিষেক ‘মুসোলিনির’
ইতালির সর্বোচ্চ পর্যায়ে অভিষেক ‘মুসোলিনির’

- আপডেট সময় : ০৪:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৭ জন পড়েছেন
ইতালির সাবেক স্বৈরাচারী শাসক বেনিতো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি শুক্রবার সিরি আ’তে নিজের অভিষেক ম্যাচ খেললেন। ক্রেমোনেজের হয়ে নেমেই দলকে জিততে বড় ভূমিকা রাখলেন তিনি।
সাস্সুওলোর বিপক্ষে ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছে ক্রেমোনেজ। ম্যাচের শেষ দিকে মুসোলিনি জেতানো পেনাল্টি থেকে মানুয়েল দে লুকা গোল করেন। এ জয় দিয়ে মৌসুমের প্রথম দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট পেল দাভিদে নিকোলার দল। ফলে অন্তত সে রাতটা তারা কাটালো সিরি আ’র শীর্ষে থেকে।
৮২তম মিনিটে আলেসিও জেরবিনের জায়গায় মাঠে নামেন মুসোলিনি। ডান প্রান্তে নেমেই দারুণ খেলা উপহার দেন। যোগ করা সময়ে আলিউ ফাদেরা ফাউল করলে পেনাল্টি পান তিনি। সেটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকা সাস্সুওলো আন্দ্রেয়া পিনামন্তে ও দোমেনিকো বেরার্দির গোলে সমতা ফেরায়। তবে শেষ পর্যন্ত দে লুকার পেনাল্টিই ক্রেমোনেজকে রক্ষা করে।
নিজের অভিষেক নিয়ে মুসোলিনি বলেন, ‘খুব অল্প সময়ে অনেক কিছু ঘটে গেল। আমি মনে করি না, এই রাত আমি কোনোদিন ভুলতে পারব। আমি সব সময় সিরি আ’তে অভিষেকের স্বপ্ন দেখেছি। আমার লক্ষ্য ছিল পার্থক্য গড়ে তোলা। আমি খুশি যে তা করতে পেরেছি।’
২২ বছর বয়সী এই ফুটবলার সাবেক ইউরোপীয় এমপি আলেসান্দ্রা মুসোলিনির ছেলে। তিনি আবার ইতালির ফ্যাসিস্ট শাসক বেনিতো মুসোলিনির নাতনি। তবে রোমানো আগেই জানিয়েছেন, তার রাজনীতিতে কোনো আগ্রহ নেই।
রোমার যুব দলে খেলার পর লাজিওর হয়ে বড় হন তিনি। বর্তমানে লাজিও থেকে ধারে খেলছেন ক্রেমোনেজে। গত মৌসুমে তিনি সিরি বি’র ক্লাব জুভে স্তাবিয়ার হয়ে খেলেছিলেন। সেখানে তার একমাত্র গোল উদ্যাপন করতে গিয়ে কিছু সমর্থক ফ্যাসিবাদী ভঙ্গি ও স্লোগান দেন।