‘কেবল ইউক্রেনই তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে’
‘কেবল ইউক্রেনই তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে’

- আপডেট সময় : ০৩:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৮ জন পড়েছেন
ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য পরবর্তী পদক্ষেপ ‘ইউক্রেনের সঙ্গে একসঙ্গে হতে হবে’। কেবল ইউক্রেন তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর আটটি নর্ডিক এবং বাল্টিক দেশের একটি দল এক যৌথ বিবৃতিতে শনিবার (১৬ আগস্ট) এসব কথা বলেন।
একটি যৌথ বিবৃতিতে নর্ডিক-বাল্টিক আট (এনবি৮) দেশের নেতারা – ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে এবং সুইডেন— ইউক্রেনের প্রতি তাদের ‘অটল’ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানের প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে এবং আলোচনার টেবিলে ইউক্রেনের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
নর্ডিক-বাল্টিক রাষ্ট্রগুলো বলেছে, ‘ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য, পরবর্তী পদক্ষেপ অবশ্যই ইউক্রেনের সঙ্গে সাথে একসঙ্গে হতে হবে। কেবল ইউক্রেন তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। ’
নেতারা আরও বলেছেন, ‘ইউক্রেন ছাড়া ইউক্রেনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং ইউরোপ ছাড়া ইউরোপের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ‘
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের জন্য ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন, এবং একটি শান্তি চুক্তির জন্য ‘ভবিষ্যতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে’ ইউক্রেনকে রক্ষা করার জন্য ট্রান্সআটলান্টিক অংশীদারদের ‘দৃঢ় ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি’ প্রয়োজন।
এতে আরও বলা হয়েছে, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিবৃতিকে স্বাগত জানাই যে, যুক্তরাষ্ট্র নিরাপত্তার নিশ্চয়তায় অংশগ্রহণ করতে প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখব এবং আরও রাশিয়ান আগ্রাসন রোধ করার জন্য ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করব। ‘
উল্লেখ্য, গত শুক্রবার আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। বৈঠকটি প্রায় তিন ঘন্টা স্থায়ী হয়।