মুসলিমনগরের বেকারী ব্যবসায়ী মনির হোসেন প্রতারনায় দায়ে গ্রেফতার

- আপডেট সময় : ০৬:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৩৮ জন পড়েছেন
প্রতারণার দায়ে গ্রেফতার হলেন মুসলিমনগরের আল সামি বেকারীর মালিক মনির হোসেন, ১২ আগষ্ট মঙ্গলবার সন্ধার পর এনায়েতনগরের মুসলিমনগর এতিমখানা এলাকার নিজ ফ্যাক্টরী থেকে তিনি গ্রেফতার হন। তিনি ঐ এলাকার মৃত আলমাছ আলীর ছেলে।
অভিযোগ রয়েছে, বিগত স্বৈরাচার সরকারের সময় নারায়ণগঞ্জের সাবেক সাংসদ নাসিম ওসমানের স্ত্রী ও গডফাদারখ্যাত আজমেরী ওসমানের মা পারভীন ওসমানের সাথে তার ছিলো সখ্যতা, পাশাপাশি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে তার ছিলো সুসম্পর্ক।
থানার বরাত দিয়ে জানা যায়, দক্ষিন কেরানীগন্জের কোন্ডা ইউনিয়নের উমেদ আলীর ছেলে নুরুল ইসলামমের কাছ থেকে ব্যবসায়ের নামে বিভিন্ন সময় সর্বমোট ৪২,০০,০০০ টাকা নেয় মনির হোসেন, কিছুদিন লভ্যাংশ দিলেও পরবর্তীতে লাভ বা মুল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান তিনি। উপায়ান্তর না পেয়ে নুরুল ইসলাম মামলা দায়ের করেন, সেই প্রতারনা মামলায় গতকাল গ্রেফতার হন মনির হোসেনকে আটক করা হয় বলে জানান যায়।
গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার এস আই শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা মামলায় ওয়ারেন্ট থাকায় গতকাল মনির হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তী দিন সকালে তাকে কোর্টে প্রেরন করা হবে।