ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ ড্রেজার পরিদপ্তর নিয়ে যা বললেন রাজিব-সজল-সাহেদসহ কর্মকর্তারা শহরজুড়ে সাটানো আজমেরী ওসমানের পোস্টার ছিড়ে ফেললেন ছাত্রনেতা আরাফাত ফতুল্লায় র‍্যাবে ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, ৪ লাখ টাকা জরিমানা ফতুল্লায় ভোক্তাঅধিদপ্তরের অভিযান, ২ ফার্মেসিকে জরিমানা দাবারু মুনতাহার পাশে দাঁড়ালেন বিএনপি সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় চার দিনের রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক রূপগঞ্জে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে উধাও সমবায় সমিতির কর্মকর্তা নারায়ণগঞ্জে সুইচগিয়ারসহ আটক ২ মুসলিমনগরের বেকারী ব্যবসায়ী মনির হোসেন প্রতারনায় দায়ে গ্রেফতার এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সরকারের বিষয় নয়, প্রস্তুতি দরকার এখনই

বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১৬৭ জন পড়েছেন

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ)। এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ ও ‘শিশুদের মৌলিক অধিকারের পরিপন্থী’ আখ্যা দিয়ে অবিলম্বে পরিপত্রটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। শুধু তাই নয়, দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে, মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাই জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, “বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে শুধুমাত্র ভিন্ন ধরনের বিদ্যালয়ে পড়ার কারণে সে পরীক্ষায় অংশ নিতে পারছে না, তখন তা তার কোমল মনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি করবে।”

এ সময়, সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সরকারের কাছে আগামী ২০ আগস্টের মধ্যে উক্ত পরিপত্র বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। অন্যথায়, দাবি মানা না হলে, সংগঠনটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও এবং পরবর্তীতে ‘মার্চ ফর ঢাকা’র মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. সামসুজ্জামান, কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মো. সাখাওয়াত, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য মো. জসিম উদ্দিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব ঢাকার যুগ্ম মহাসচিব মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুদ প্রমুখ।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ)। এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ ও ‘শিশুদের মৌলিক অধিকারের পরিপন্থী’ আখ্যা দিয়ে অবিলম্বে পরিপত্রটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। শুধু তাই নয়, দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে, মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাই জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, “বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে শুধুমাত্র ভিন্ন ধরনের বিদ্যালয়ে পড়ার কারণে সে পরীক্ষায় অংশ নিতে পারছে না, তখন তা তার কোমল মনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি করবে।”

এ সময়, সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সরকারের কাছে আগামী ২০ আগস্টের মধ্যে উক্ত পরিপত্র বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। অন্যথায়, দাবি মানা না হলে, সংগঠনটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও এবং পরবর্তীতে ‘মার্চ ফর ঢাকা’র মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. সামসুজ্জামান, কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মো. সাখাওয়াত, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য মো. জসিম উদ্দিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব ঢাকার যুগ্ম মহাসচিব মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুদ প্রমুখ।