অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা
অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

- আপডেট সময় : ০৫:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ২৫ জন পড়েছেন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে শালমদী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) মাহামুদপুর ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।
নিহতের ছেলে রাসেল জানান, ৫ আগস্টে আমাদের দোকান ভাড়া নিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় গড়ে তোলা হয়। ভাড়া চাওয়ায় ১০-১২ জন মিলে পিটিয়ে আমার বাবাকে হত্যা করে।
তিনি বলেন, আমার বাবা জাহাঙ্গীর ভূঁইয়া নিজেও একজন বিএনপির কর্মী ছিলেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সেখানে কয়েকটি দোকান মিলে বিএনপির একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে সে দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।