ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটপাত দখল নিয়ে ঘুসিতে হকারের মৃত্যু

ফুটপাত দখল নিয়ে ঘুসিতে হকারের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ২৫ জন পড়েছেন

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ফুটপাতের দখল নিয়ে ঝগড়ায় এক হকারের ঘুসিতে বিমান ওরফে ইমান (৫০) নামে এক হকারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত ইমান সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।

ইমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী উকিলপাড়া ফুটপাতে ফুল ও মেহেদী পাতা বিক্রি করেন। গত কয়েক দিন ধরে আফজাল নামে এক হকার নেতা ইমানের জায়গায় গাউস নামে আরেক হকারকে বসানোর পাঁয়তারা করছেন। সকালে মেহেদী পাতা বিক্রি করছিলেন ইমান। এ সময় গাউস এসে তার মেহেদী পাতা ফেলে দেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে গাউস ইমানকে ঘুসি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পারে তাকে উদ্ধার করে শহরের ৩শ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহম্মদ জানান, ইমান ও গাউস দুজন উকিলপাড়া দ্বিগুবাবুর বাজারের প্রবেশ মুখের সামনে পাশাপাশি বসে ফুল ও মেহেদী পাতাসহ বিভিন্ন সামগ্রী বেচাকেনা করেন। ফুটপাতে বসার জায়গা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গাউস ইমানকে দুই-একটি ঘুসি মারেন। এতে ইমান অজ্ঞান হয়ে পড়লে গাউস তাকে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমানকে মৃত ঘোষণা করার পরপর গাউস লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক বিনয় বাড়ৈ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফুটপাত দখল নিয়ে ঘুসিতে হকারের মৃত্যু

ফুটপাত দখল নিয়ে ঘুসিতে হকারের মৃত্যু

আপডেট সময় : ০৫:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ফুটপাতের দখল নিয়ে ঝগড়ায় এক হকারের ঘুসিতে বিমান ওরফে ইমান (৫০) নামে এক হকারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত ইমান সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।

ইমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী উকিলপাড়া ফুটপাতে ফুল ও মেহেদী পাতা বিক্রি করেন। গত কয়েক দিন ধরে আফজাল নামে এক হকার নেতা ইমানের জায়গায় গাউস নামে আরেক হকারকে বসানোর পাঁয়তারা করছেন। সকালে মেহেদী পাতা বিক্রি করছিলেন ইমান। এ সময় গাউস এসে তার মেহেদী পাতা ফেলে দেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে গাউস ইমানকে ঘুসি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পারে তাকে উদ্ধার করে শহরের ৩শ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহম্মদ জানান, ইমান ও গাউস দুজন উকিলপাড়া দ্বিগুবাবুর বাজারের প্রবেশ মুখের সামনে পাশাপাশি বসে ফুল ও মেহেদী পাতাসহ বিভিন্ন সামগ্রী বেচাকেনা করেন। ফুটপাতে বসার জায়গা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গাউস ইমানকে দুই-একটি ঘুসি মারেন। এতে ইমান অজ্ঞান হয়ে পড়লে গাউস তাকে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমানকে মৃত ঘোষণা করার পরপর গাউস লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক বিনয় বাড়ৈ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।