যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল ইরান

- আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ২১ জন পড়েছেন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা পুনরায় শুরু হওয়ার গুজব ‘শত্রুদের মাধ্যমে পরিচালিত এক মানসিক যুদ্ধের অংশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার কোনো সময় বা স্থান নির্ধারণের গুজব অস্বীকার করে বলেন, সাম্প্রতিক এসব খবর শত্রুর পক্ষ থেকে ‘মানসিক যুদ্ধ’ এবং ‘উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা’।
বাঘাই বলেন, (আলোচনার জন্য) এমন কোনো সময় বা স্থান নির্ধারণ করা হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার জন্য ওমান ছাড়া অন্য কোনো দেশের মধ্যস্থতার বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো খবরের উৎস সম্পর্কে জানি না।’
তিনি আরও বলেন, ‘গত তিন থেকে চার সপ্তাহে বারবার ভুয়া ও সাজানো খবর প্রকাশিত হয়েছে। এবং এসব খবরের অসত্যতা বারবার প্রমাণিত হয়েছে। এসব খবরের কিছু উত্তেজনা বাড়ানোর লক্ষ্যেই ছড়ানো হচ্ছে। ’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘দুদেশের স্বার্থ সংরক্ষণকারী দফতরের মাধ্যমে (তেহরানে সুইস দূতাবাস এবং ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাস) একটি নির্দিষ্ট কূটনৈতিক পথ সব সময়ই বিদ্যমান। এছাড়াও, বিভিন্ন সময়ে মধ্যস্থতাকারীদের বার্তা পৌঁছে দেওয়াটা স্বাভাবিক, এতে কিছু অস্বাভাবিকতা নেই। ’