জুলাই মায়েরা” শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ২১ জন পড়েছেন
নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও আবেগঘন অনুষ্ঠান—”জুলাই মায়েরা” শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী, যেখানে অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের মায়েরা। এই অনুষ্ঠানটি তাদের সন্তানদের স্মৃতি রক্ষার পাশাপাশি সুষ্ঠু বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাতে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে।
শনিবার, ২ আগস্ট সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী এবং সাধারণ নাগরিক।
আলোচনা পর্বে একে একে বক্তব্য দেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের মায়েরা। তারা কান্নাজড়িত কণ্ঠে স্মরণ করেন সেই বেদনাদায়ক মুহূর্তগুলো, যখন তারা তাদের সন্তানদের হারিয়েছেন অথবা আহত অবস্থায় পেয়েছেন। বক্তারা বলেন, “আমরা শুধু সন্তানের মা নই, এই রাষ্ট্রের ন্যায়ের দাবিদার। বহু বছর কেটে গেছে, কিন্তু এখনও আমরা সন্তানের জন্য সুষ্ঠু বিচার পাইনি।”
মায়েদের পাশাপাশি অন্যান্য বক্তারাও রাষ্ট্র ও প্রশাসনের কাছে দাবির মধ্যে রাখেন—ঘটনার স্বচ্ছ তদন্ত, দায়ীদের বিচার, এবং ভুক্তভোগী পরিবারদের আর্থিক ও মানসিক সহায়তা প্রদান। জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন, “এই মায়েদের ব্যথা আমাদের সকলের ব্যথা। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদা প্রস্তুত। তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে।”
আলোচনার পর অংশগ্রহণকারীদের উদ্দেশে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, এবং আহত-নিহত পরিবারের জীবনের করুণ চিত্র তুলে ধরা হয়। চলচ্চিত্রটি উপস্থিত দর্শকদের মধ্যে গভীর আবেগ ও সহমর্মিতা সৃষ্টি করে।
এই আয়োজন নারায়ণগঞ্জের সমাজ-সচেতন মানুষদের মধ্যে নতুন করে ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয়ে আগ্রহ এবং সচেতনতা সৃষ্টি করেছে। “জুলাই মায়েরা” শুধুমাত্র একদল মায়ের নাম নয় এটি হয়ে উঠেছে প্রতিবাদের, বেদনার, এবং ন্যায়ের জন্য লড়াইয়ের এক প্রতীক।
অনুষ্ঠান শেষ আহত ও নিহতদের মায়েদের হাতে সম্মাননা স্বারক হিসেবে উপহার তুলে দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঐা। এর পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান,সহ জুলাই যোদ্ধারা এবং আহত ও নিহতদের স্বজনরা।