সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
আড়াইহাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৪:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১০ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
আড়াইহাজার বাজারকে যানজট নিরসনে ফুটপাত ও সড়কে অবৈধ হকার উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। এসময় অর্ধশতাধিক ফুটপাত দখলকারীকে সড়ক থেকে উচ্ছেদ করা হয়। সাথে আরও অর্ধশতাধিক দোকানীকে সতর্ক করা হয়। অভিযানে আরও অংশগ্রহণ করেন পুলিশ ও আনসার সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন জানান, রাস্তার দুপাশ দিয়ে যানবাহন চলাচলের সুবিধার্থে এবং রাস্তার যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগ :