ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিয়ে করেছিলেন ১১ দিন আগে, জোটার শেষ পোস্টটাও ছিল সে নিয়েই

বিয়ে করেছিলেন ১১ দিন আগে, জোটার শেষ পোস্টটাও ছিল সে নিয়েই

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৯ জন পড়েছেন

দারুণ একটা মৌসুম শেষ করেছিলেন ডিয়োগো জোটা। ক্লাব আর জাতীয় দলের হয়ে সাফল্যের স্বাদ নেওয়ার পরই নিয়েছিলেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা। ১০ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন। তবে সে সিদ্ধান্তটা যখন চূড়ান্ত পরিণতি পেল, তা উপভোগ করতে পারলেন না ১০টা সপ্তাহও। বিয়ের ১১ দিন পরই কি-না পর্তুগিজ এই ফুটবলার চলে গেলেন না ফেরার দেশে!

লিভারপুলের তারকা ফুটবলার ডিয়োগো জোটা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার পরিবারের জন্য শোকের মাত্রাটা সীমাহীন। কারণ সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন তার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও।

অথচ ১১ দিন আগে কি দারুণ একটা দিনই না কেটেছিল সে পরিবারে! সে দিন জোটা নিজের দীর্ঘ দিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন। সে দিনের উদযাপনের ছবি, ভিডিও প্রকাশ করছিলেন শেষ কিছু দিনে। বিশেষ দিনের ভিডিওতে দেখা যায়, বিয়ের আগে ও পরে নানা আনন্দের মুহূর্ত, যেখানে জোটা ও রুতে একসঙ্গে নাচছেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

২০১২ সালে রুতে কারদোসোর সঙ্গে জোটার সম্পর্ক শুরু হয়। ২০২২ সালের জুলাইতে তিনি রুতেকে বিয়ের প্রস্তাব দেন এবং পর্তুগালের পোর্তোর এক গির্জায় ১১ দিন আগে তাদের বিয়ে হয়। জোটা ও রুতে তিন সন্তানের বাবা-মা। বিয়ের দিন তাদের বাচ্চারাও অনুষ্ঠানে উপস্থিত ছিল।

বিয়ের পরে জোটা বলেছিলেন, ‘আমি সবচেয়ে সৌভাগ্যবান’। রুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘চিরকাল হ্যাঁ। আমার স্বপ্ন পূরণ হয়েছে।’ কে জানত তার সৌভাগ্যের বয়স হবে মোটে ১১দিন, তারপরই আনন্দ রূপ নেবে বেদনায়!

জোটার সবশেষ পোস্টটাও বিয়ে নিয়েই। সে দিনের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই দিনটা আমি কোনো দিনও ভুলব না।’ পোস্টটায় ভক্ত-সমর্থকদের মন্তব্য হওয়ার কথা ছিল শুভেচ্ছা জ্ঞাপনের, সে পোস্টের মন্তব্য বিভাগটা এখন ভরে গেছে তার মৃত্যুতে জানানো ভক্তদের শোক বার্তায়।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিয়ে করেছিলেন ১১ দিন আগে, জোটার শেষ পোস্টটাও ছিল সে নিয়েই

বিয়ে করেছিলেন ১১ দিন আগে, জোটার শেষ পোস্টটাও ছিল সে নিয়েই

আপডেট সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

দারুণ একটা মৌসুম শেষ করেছিলেন ডিয়োগো জোটা। ক্লাব আর জাতীয় দলের হয়ে সাফল্যের স্বাদ নেওয়ার পরই নিয়েছিলেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা। ১০ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন। তবে সে সিদ্ধান্তটা যখন চূড়ান্ত পরিণতি পেল, তা উপভোগ করতে পারলেন না ১০টা সপ্তাহও। বিয়ের ১১ দিন পরই কি-না পর্তুগিজ এই ফুটবলার চলে গেলেন না ফেরার দেশে!

লিভারপুলের তারকা ফুটবলার ডিয়োগো জোটা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার পরিবারের জন্য শোকের মাত্রাটা সীমাহীন। কারণ সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন তার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও।

অথচ ১১ দিন আগে কি দারুণ একটা দিনই না কেটেছিল সে পরিবারে! সে দিন জোটা নিজের দীর্ঘ দিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন। সে দিনের উদযাপনের ছবি, ভিডিও প্রকাশ করছিলেন শেষ কিছু দিনে। বিশেষ দিনের ভিডিওতে দেখা যায়, বিয়ের আগে ও পরে নানা আনন্দের মুহূর্ত, যেখানে জোটা ও রুতে একসঙ্গে নাচছেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

২০১২ সালে রুতে কারদোসোর সঙ্গে জোটার সম্পর্ক শুরু হয়। ২০২২ সালের জুলাইতে তিনি রুতেকে বিয়ের প্রস্তাব দেন এবং পর্তুগালের পোর্তোর এক গির্জায় ১১ দিন আগে তাদের বিয়ে হয়। জোটা ও রুতে তিন সন্তানের বাবা-মা। বিয়ের দিন তাদের বাচ্চারাও অনুষ্ঠানে উপস্থিত ছিল।

বিয়ের পরে জোটা বলেছিলেন, ‘আমি সবচেয়ে সৌভাগ্যবান’। রুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘চিরকাল হ্যাঁ। আমার স্বপ্ন পূরণ হয়েছে।’ কে জানত তার সৌভাগ্যের বয়স হবে মোটে ১১দিন, তারপরই আনন্দ রূপ নেবে বেদনায়!

জোটার সবশেষ পোস্টটাও বিয়ে নিয়েই। সে দিনের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই দিনটা আমি কোনো দিনও ভুলব না।’ পোস্টটায় ভক্ত-সমর্থকদের মন্তব্য হওয়ার কথা ছিল শুভেচ্ছা জ্ঞাপনের, সে পোস্টের মন্তব্য বিভাগটা এখন ভরে গেছে তার মৃত্যুতে জানানো ভক্তদের শোক বার্তায়।