ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপিএল হবে ডিসেম্বরে

বিপিএল হবে ডিসেম্বরে

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ১১:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ৬ জন পড়েছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর হবে ডিসেম্বর-জানুয়ারিতে। সোমবার মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসে বোর্ড মিটিং শেষে এমনটি জানানো হয়। তবে বিপিএলের এবারের আসরে কতটি দল অংশ নিবে তা চূড়ান্ত হয়নি।

বিপিএলের সময়সূচি নিয়ে অনেকদিন ধরেই অনিশ্চয়তা ছিল। রোববার বিসিবি বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সভায় বিপিএল ছাড়াও ক্রিকেট কাঠামো উন্নয়ন ও পুরোনো কিছু প্রথা পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়। তবে সবার নজর ছিল বিপিএলের নতুন মৌসুম ঘিরে বিসিবির অবস্থানে।

বিপিএলের পরবর্তী আসরে বড় ধরনের ফ্র্যাঞ্চাইজি রদবদল হতে যাচ্ছে। নিশ্চিতভাবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি থাকছে না। মালিকপক্ষ ভ্যালেন্টাইন গ্রুপ খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় তাদের বাদ দেওয়া হচ্ছে।

এছাড়া সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংস এর ভবিষ্যতও অনিশ্চিত। এই দুই ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে আসতে পারে নতুন মালিকানায় দল। ইতিমধ্যেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে খেলা বাংলা টাইগার্স, যারা আবুধাবি টি-টেন, শ্রীলংকা টি-টেন এবং জিম আফ্রো লিগেও দল পরিচালনা করে আসছে।

এদিকে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। তবে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা এলেই দলগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে।

এছাড়া নোয়াখালী রয়্যালস নামে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিপিএল হবে ডিসেম্বরে

বিপিএল হবে ডিসেম্বরে

আপডেট সময় : ১১:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর হবে ডিসেম্বর-জানুয়ারিতে। সোমবার মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসে বোর্ড মিটিং শেষে এমনটি জানানো হয়। তবে বিপিএলের এবারের আসরে কতটি দল অংশ নিবে তা চূড়ান্ত হয়নি।

বিপিএলের সময়সূচি নিয়ে অনেকদিন ধরেই অনিশ্চয়তা ছিল। রোববার বিসিবি বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সভায় বিপিএল ছাড়াও ক্রিকেট কাঠামো উন্নয়ন ও পুরোনো কিছু প্রথা পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়। তবে সবার নজর ছিল বিপিএলের নতুন মৌসুম ঘিরে বিসিবির অবস্থানে।

বিপিএলের পরবর্তী আসরে বড় ধরনের ফ্র্যাঞ্চাইজি রদবদল হতে যাচ্ছে। নিশ্চিতভাবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি থাকছে না। মালিকপক্ষ ভ্যালেন্টাইন গ্রুপ খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় তাদের বাদ দেওয়া হচ্ছে।

এছাড়া সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংস এর ভবিষ্যতও অনিশ্চিত। এই দুই ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে আসতে পারে নতুন মালিকানায় দল। ইতিমধ্যেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে খেলা বাংলা টাইগার্স, যারা আবুধাবি টি-টেন, শ্রীলংকা টি-টেন এবং জিম আফ্রো লিগেও দল পরিচালনা করে আসছে।

এদিকে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। তবে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা এলেই দলগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে।

এছাড়া নোয়াখালী রয়্যালস নামে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।